সেন্টারের সূচনার মাধ্যমে সরকারি এই বিশ্ববিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল বলে মনে করছেন কর্তৃপক্ষ।
শেষ আপডেট: 2 July 2025 14:33
দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের (Netaji Subhas Open Unicersity, NSOU) কলকাতার সদর দফতরে চালু হল সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমস (Centre for Indian Knowledge Systems (IKS)। চলতি সপ্তাহে এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেন্টারের সূচনার মাধ্যমে সরকারি এই বিশ্ববিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল বলে মনে করছেন কর্তৃপক্ষ। এই উপলক্ষে সেন্টার ফর আইকেএস ‘ভারতীয় জ্ঞান ব্যবস্থার কালজয়ী জ্ঞান: আধুনিক উদ্ভাবনের সঙ্গে প্রাচীন অন্তর্দৃষ্টির সেতুবন্ধন’ বিষয়ে একদিনের আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়।
উদ্বোধনী অধিবেশনে ভারত ও বিদেশের বিশিষ্ট পণ্ডিত এবং শিক্ষা প্রশাসকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলাঞ্জন দাস, দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজস কলেজের সহকারী অধ্যাপক ড. অলোক কুমার সিং, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্কিম সর্দার কলেজের সহকারী অধ্যাপক ড. নীলেন্দু চ্যাটার্জী, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা অধিদপ্তরের সহকারী ডিপিআই সায়ন্তন রায় প্রমুখ।
আলোচনা সভায় বৈদিক ঐতিহ্য, ঐতিহ্যবাহী বিজ্ঞান, শিক্ষা, দর্শন এবং আন্তঃসাংস্কৃতিক প্রয়োগ সহ ভারতীয় জ্ঞান ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পণ্ডিতিপূর্ণ উপস্থাপনা এবং আলোচনা অনুষ্ঠিত হয়। ঐতিহ্য ও অনুবাদ অধ্যয়ন, ব্যবস্থাপনা শিক্ষা এবং নীতিনির্ধারণী সংস্থার প্রতিনিধিরা তাদের আন্তঃবিষয়ক অন্তর্দৃষ্টি দিয়ে আলোচনাকে সমৃদ্ধ করেন।
NSOU-তে IKS সেন্টারের লক্ষ্য আদি জ্ঞান ঐতিহ্যের গবেষণা, ডকুমেন্টেশন এবং প্রচার এবং সমসাময়িক শিক্ষা এবং উদ্ভাবনী বাস্তুতন্ত্রে তাদের প্রাসঙ্গিকতা বৃদ্ধি করা। এটি জাতীয় শিক্ষানীতি (NEP 2020)-র উদ্দেশ্যগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আন্তঃবিষয়ক সহযোগিতা এবং পাঠ্যক্রম উন্নয়নের কেন্দ্র হিসেবেও কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ীর নেতৃত্বে অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।