শেষ আপডেট: 29th September 2021 02:05
দেশ জুড়ে কোভিডবিধি আরও এক মাস বাড়ালো কেন্দ্র, উৎসবের মরশুমে বাড়তি সতর্কতা
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে কোভিডবিধি (Covid 19) আরও এক মাস বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশে কোভিড বিধিনিষেধ জারি থাকবে। কোভিড বিধি সংক্রান্ত কেন্দ্রের পূর্ব ঘোষণার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ৩০ সেপ্টেম্বর। ঝড়বৃষ্টি মোকাবিলায় তৈরি দক্ষিণবঙ্গ, বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুমে সজাগ অরূপ বিশ্বাস সামনেই উৎসবের মরশুম। অক্টোবর মাস জুড়ে তাই যাতে লাগামছাড়া হইহুল্লোড় আবার বিপদ না ডেকে আনে সে ব্যাপারে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। এদিন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যগুলির মুখ্যসচিবকে চিঠি দিয়ে বলা হয়েছে আগামী মাসে অর্থাৎ উৎসবের মরশুমে কোভিড বিধি নিয়ে বাড়তি সতর্কতা দরকার। এর জন্য স্থানীয় প্রশাসনকে কড়া হতে হবে। কোভিডের সমস্ত বিধিনিষেধ মেনেই উৎসবের আয়োজন করতে বলেছে সরকার। কোভিডের দ্বিতীয় ঢেউ এখন স্তিমিত। রাজ্যে রাজ্যে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও চলছে জোরকদমে। তবে এতে কোনওরকম ঢিলেমি দিলেই কিন্তু আবারও সংক্রমণ বাড়তে শুরু করবে। যেকোনওদিন তৃতীয় ঢেউ আসতে পারে আরও বিধ্বংসী রূপ নিয়ে। তাই আগেভাগেই সতর্ক থাকছে সরকার। রাজ্যে রাজ্যে কোভিড বিধির মেয়াদও বাড়িয়ে দেওয়া হয়েছে। একই কাজ করল কেন্দ্রও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'