শেষ আপডেট: 4th November 2021 01:58
দ্য ওয়াল ব্যুরো: এতদিন ঊর্ধ্বগতিতে বাড়ছিল পেট্রল-ডিজেলের দাম (Petrol Price)। পেট্রল তো বটেই, সেঞ্চুরি হাঁকিয়েছিল ডিজেলও। দীপাবলির মরসুমে অবশেষে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার সন্ধেয় সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যায়, পেট্রলের লিটারপ্রতি ৫ টাকা এবং ডিজেলের লিটারপ্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ৪ তারিখ থেকেই জ্বালানির দাম কমে যাবে। স্বস্তি পাবেন সাধারণ মানুষ। নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফায় একাধিক বার পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক বাড়ানো হয়েছে। এর জেরেই জ্বালানির দাম চড়চড় করে বেড়েছে। বর্ধিত শুল্কের কারণেই তেল সংস্থাগুলি ওই দুই পেট্রোপণ্যের দর কমাতে পারছিল না। এতদিনে জ্বালানি তেলের উৎপাদন শুল্ক ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত কয়েক দিনে পরপর দাম বাড়ায় ১০০ পার করে ফেলেছিল পেট্রোল ও ডিজেলের দাম। দেশের প্রায় সব বড় শহরেই লিটার প্রতি পেট্রলের দাম ১১০ টাকা পেরিয়ে গেছিল, আর ডিজেলের দাম ছাড়িয়েছিল লিটার প্রতি ১০০ টাকা। মাথায় হাত পড়ে গিয়েছিল মধ্যবিত্তের। লিটারে ৩৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হয়েছিল ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম ছিল ১০১ টাকা ৫৬ পয়সা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় কাঁচা আনাজ থেকে মাছ-মাংস, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দামও চড়া হয়েছিল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ডিজেলের ওপর আবগারি শুল্ক পেট্রলের থেকে বেশি কমবে। ফলে কৃষকদেরও সুবিধা হবে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পেট্রল-ডিজেলের মতো পণ্য যাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তা নিশ্চিত করার জন্যই প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'