শেষ আপডেট: 1st September 2022 01:03
বায়ুসেনার বড় সিদ্ধান্ত: বিমান বাহিনীতে মিরাজ, জাগুয়ারের জায়গা পাবে দেশে তৈরি তেজস
দ্য ওয়াল ব্যুরো: দেশে তৈরি যুদ্ধবিমান (fighter jet) তেজসের (Tejas) সাফল্যের পরিপ্রেক্ষিতে ভারত সরকার (Indian Airforce) একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বুধবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) তেজস জঙ্গি বিমানের আরও কার্যকর মডেল তৈরির অনুমোদন দিয়েছে। এখন এই বিমানটি ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০, জাগুয়ার এবং মিগ-২৯ যুদ্ধবিমানের জায়গা দখল করবে। বিদেশে তৈরি বিমানগুলিকে আস্তে আস্তে বসিয়ে দেওয়া হবে।
মন্ত্রিসভার বৈঠকে গতকাল যে যুদ্ধবিমান উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে তাতে সিঙ্গল ইঞ্জিন তেজস তৈরিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। এরফলে বেঙ্গালুরুর হিন্দুস্থান অ্যারোনটিক্সে উন্নত ডিজাইনের সাড়ে সতেরো টন ওজনের সিঙ্গল ইঞ্জিন বিমান তৈরির পথ খুলে গিয়েছে। অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ) প্রধান গিরিশ দেওধরে জানিয়েছেন, এই প্রকল্পে ২০২৭-এর শেষের দিকে বায়ুসেনায় দেশে তৈরি নতুন বিমান হাতে পাবে।
তেজস হল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএল)এর তৈরি দ্বিতীয় সুপারসোনিক যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) জন্য তেজস মার্ক ১ এর উৎপাদন ২০১৬ সালে শুরু হয়। সেই সময়ে নৌ-বাহিনীও তাদের জন্য কিছু নতুন বিমান কেনার প্রস্তুতি চালাচ্ছিল। ফলে বায়ু ও নৌ-সেনা উভয়ই তেজস ব্যবহার করে থাকে।
পুরনো বিদেশি যুদ্ধ বিমানগুলির অনেকগুলিই অকেজো হয়ে গিয়েছে। প্রশিক্ষণের সময় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে পুরনো যুদ্ধ বিমানগুলি। ফলে সেগুলির জায়গায় নতুন বিমান প্রতিস্থাপন জরুরি। ভারত সরকার সেই জায়গায় দেশে তৈরি যুদ্ধ বিমান ব্যবহারে আগ্রহী।
টেটে নম্বর কমিয়ে দিয়েছে পর্ষদ! হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের