Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হরিয়ানায় বাবার হাতে খুন টেনিস প্লেয়ার রাধিকা যাদব, কারণ নিয়ে অন্ধকারে পুলিশসম্পর্কে টানাপড়েন! প্রেমিকাকে ঘরে আটকে আত্মঘাতী লিভ ইন সঙ্গী, হাতের শিরা কেটে জখম তরুণীও'সবাই ভাবত আমি অপয়া,' সব চূড়ান্ত হয়েও ৯ ছবি থেকে বাদ পড়ে যান বিদ্যালাঞ্চের আগে জোড়া আঘাত! দুই ইংরেজ ওপেনারকে ফিরিয়ে প্রথম অঙ্কের নায়ক নীতীশ রেড্ডিদ্রুত ঘুরবে পৃথিবী! আগামী কয়েকদিনে কমবে দিনের দৈর্ঘ্য, বুঝতে পারবেন আপনিওচিকিৎসক নিগ্রহে কাঞ্চনের শাস্তির দাবি শান্তনুর, কুণাল বললেন, 'ধৈর্য ধরা উচিত ছিল'পরীক্ষায় বসতে পারবেন না 'দাগি'রা, রাজ্য-এসএসসির আবেদন খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চেওসদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, ১২ ঘণ্টা পর কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশুকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণ

ইমো সহ ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র, পাক জঙ্গিরা হামলার ছক কষছিল সেগুলির মাধ্যমে

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান থেকে ভারতে এসে হামলা চালাচ্ছে জঙ্গিরা। আর সেই হামলার প্রস্তুতি নেওয়া, খবরাখবর পাচার এবং এদেশে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নাকি বেশ কয়েকটি মেসেজিং অ্যাপ ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা। সেই তথ্য সামনে আসত

ইমো সহ ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র, পাক জঙ্গিরা হামলার ছক কষছিল সেগুলির মাধ্যমে

শেষ আপডেট: 1 May 2023 01:53

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান থেকে ভারতে এসে হামলা চালাচ্ছে জঙ্গিরা। আর সেই হামলার প্রস্তুতি নেওয়া, খবরাখবর পাচার এবং এদেশে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নাকি বেশ কয়েকটি মেসেজিং অ্যাপ ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা। সেই তথ্য সামনে আসতেই একসঙ্গে ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র (Centre Blocks 14 Apps)।

সপ্তাহ দেড়েক আগেই ইদের ঠিক আগে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে লস্কর জঙ্গিদের গুলি এবং গ্রেনেড হামলায় মৃত্যু হয়েছিল রাষ্ট্রীয় রাইফেলসের ৫ জওয়ানের (Poonch terror attack)। সেই ঘটনার পরেই জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সন্দেহভাজন ১২ জনকে গ্রেফতারও করা হয়। সেই তদন্তেই বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, বেশ কিছু মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন। সেগুলির মারফত ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স এবং সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা।

তারপরেই এরকম ১৪টি মেসেজিং অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে কেন্দ্র। সেগুলি হল, ক্রিপভাইসার, এনিগ্মা, সেফসুইস, উইক্রেমে, ব্রিয়ার, বিচ্যাট, মিডিয়াফায়ার, ন্যান্ডবক্স, কনিয়ন, ইমো, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি এবং থ্রিমা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা এবং ইন্টেলিজেন্স সংস্থাগুলির পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

তিন মাওবাদীকে ঝাঁঝরা করে দিল পুলিশের সি৬০ কম্যান্ডো, ছত্তীসগড়ের বদলা মহারাষ্ট্রে


ভিডিও স্টোরি