শেষ আপডেট: 12th March 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে ছাড়পত্র পাওয়া গেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফরে (London Tour) আর কোনও বাধা নেই। আগামী ২১ মার্চ লন্ডন যাচ্ছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। সেখানে বক্তব্য রাখার কথা মমতার।
সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার পাশাপাশি শিল্প নিয়ে লন্ডনে বণিকসভার সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাতদিনের এই সফর হওয়ার কথা। আগামী ২৯ তারিখ দেশে ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত মাসেই রাজ্যের বাণিজ্য সম্মেলন হয়েছে। বিশেষজ্ঞদের অনেকের মতে, সেই সম্মেলন রাজ্যের পক্ষে যথেষ্ট ইতিবাচক। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
এই প্রথম নয়, আগেও অক্সফোর্ডের তরফে তাঁকে আমন্ত্রণ জানান হয়েছিল। কিন্তু কেন্দ্রের অসহযোগিতার কারণে সেখানে যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এমন অভিযোগ করা হয়। কিন্তু এবার সেই রকম কোনও ঘটনা ঘটেনি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে জানান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রাম, রাজনৈতিক জীবনের উত্থান-পতনের কাহিনী তাঁদের মুগ্ধ করেছে। তাঁরা চান, এখানকার পড়ুয়াদের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করুন। মুখ্যমন্ত্রী নিজেও চান পড়ুয়াদের সঙ্গে আলাপ-আলোচনা করতে।
এর আগে বাংলায় শিল্প আনতে স্পেন সফরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, তাতে কোনও লাভই হয়নি পশ্চিমবঙ্গবাসীর। পাশাপাশি বাণিজ্য সম্মেলন করেও লাভ হয় না বলেই অভিযোগ করে আসেন তাঁরা। রাজ্য সরকার অবশ্য এইসব অভিযোগকে কখনই গুরুত্ব দেয়নি। এবার মমতার লন্ডন সফরে বণিকসভার বৈঠক হলে তা থেকে কী উঠে আসে সেটাই দেখার বিষয়।