শেষ আপডেট: 10th March 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) পা রাখতে চলেছেন সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবার শীর্ষ আদালতে তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন। বলেন, সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম সুপারিশ করেছিল দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে। সেই নামে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরই পদক্ষেপ করেছে কেন্দ্র।
সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর নেতৃত্বেই জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে যোগদানের সুপারিশ করা হয়। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, ন্যায়বোধ ও বিচক্ষণতার জন্যই তাঁকে সুপারিশ করা হয়েছিল কলেজিয়ামের তরফে। বর্তমানে সুপ্রিম কোর্টে একমাত্র বাঙালি বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার সেই তালিকায় যুক্ত হলেন জয়মাল্য বাগচী।
In exercise of the power conferred by the Constitution of India, the President of India, after consultation with Chief Justice of India, is pleased to appoint the following Judges in the Supreme Court of India and Jammu & Kashmir and Ladakh High Court:- pic.twitter.com/0fSGMXqk8j
— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) March 10, 2025
শেষবার ২০১৩ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আলতামাস কবীর। তাঁর অবসরের পর থেকে দীর্ঘ সময় ধরে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পদে বসেননি। এখন মনে করা হচ্ছে, বিচারপতি কেভি বিশ্বনাথন ২০৩১ সালের ২৫ মে অবসর নিলে, জয়মাল্য বাগচীই তাঁর পদে দায়িত্ব নেবেন।
সুপ্রিম কোর্টের অন্দরে বিচারপতি বাগচীর সিজেআই হওয়া নিয়ে আলোচনা শোনা যাচ্ছে এখন থেকেই। আসন্ন এই পরিবর্তন নিয়ে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা হাইকোর্টের অন্দরমহলেও।
২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন জয়মাল্য বাগচী। এর পর সাময়িকভাবে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও, ওই বছরের ৮ নভেম্বরের মধ্যেই তিনি কলকাতায় ফিরে আসেন।