শেষ আপডেট: 1st October 2024 22:13
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে আগমনীর সুরের পরিবর্তে একাধিক জেলার বাতাসে ভাসছে বন্যা দুর্গতদের আর্ত কান্না। ক্ষতিপূরণের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠিও দিয়েছিল রাজ্য।
নবান্ন সূত্রের খবর, অবশেষে রাজ্যের ডাকে সাড়া দিয়ে বন্যার ক্ষতিপূরণ হিসেবে বাংলাকে ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্র। শুধু বাংলা নয়, বন্যাবিধ্বস্ত ১৪টি রাজ্যকে ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র।
নবান্ন সূত্রের খবর, কেন্দ্রের তরফে জানাননো হয়েছে, রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই বাংলায় আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই দলের রিপোর্টের ভিত্তিতে ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত টাকাও দেবে কেন্দ্র।
উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পুজোর মুখে বানভাসি একাধিক জেলা। না জানিয়ে ডিভিসি জল ছাড়ার ফলেই বন্যা পরিস্থিতি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
মমতার কথায়, "এটা ম্যান মেড বন্যা। পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হল।" এ ব্যাপারে কেন্দ্রের উদাসীনতা নিয়েও সরব হয়েছিলেন মমতা। অবশেষে ক্ষতিপূরণের কথা জানাল কেন্দ্র।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বাংলার পাশাপাশি মোট ১৪টি রাজ্যকে বন্যাার ক্ষতিপূরণ বাবদ ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (১,৪৯২ কোটি টাকা)। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (১০৩৬ কোটি টাকা)।
একইভাবে অসমকে (৭১৬ কোটি টাকা), বিহারকে (৬৫৫.৬০ কোটি টাকা), গুজরাতকে (৬০০ কোটি টাকা), হিমাচল প্রদেশকে (১৮৯.২০ কোটি টাকা), কেরলকে (১৪৫.৬০ কোটি টাকা), মণিপুরকে (৬০ কোটি), মিজোরামকে (২১.৬০ কোটি), নাগাল্যান্ডকে (১৯.২০ কোটি), সিকিমকে (২৩.৬০ কোটি), তেলঙ্গানাকে (৪১৬.৮০ কোটি) এবং ত্রিপুরাকে (২৫ কোটি টাকা) দেওয়া হবে। তালিকা অনুযায়ী ক্ষতিপূরণের নিরিখের বাংলার নাম রয়েছে ৬ নম্বরে।