শেষ আপডেট: 8th November 2024 20:37
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। এগুলি হল নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই।
ইতিমধ্যে জোরকদমে চলছে প্রচার পর্ব। ভোটের ওই প্রচার পর্ব থেকে রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সেন্সর করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল বিজেপি। শুক্রবার বিজেপির তরফে এই দাবি জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত, আসন্ন বিধানসভা উপনির্বাচনে হাড়োয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের হয়ে প্রচারে গিয়ে বিজেপির এবারের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রকে 'মাল' বলে সম্বোধন করার অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।
বিতর্কের আবহে শুক্রবার ফিরহাদ নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেছেন, "আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি নারী জাতকে অসম্মান করিনি। আমার বাড়িতেও তিনটি মেয়ে আছে এবং আমার নেত্রীও একজন মহিলা। আমার নাতনিও একজন মেয়ে। আমি নারীদের সম্মান করি তাই আমি দুর্গাপূজা করি। আমি কালী পুজোও করি। তারপরও আমি যা বলেছি তাতে কেউ যদি কষ্ট পায় বা খারাপ মনে হয়, তাতে আমি দুঃখিত।"
ফিরহাদ একথা বললেও বিতর্ক অবশ্য শেষ হচ্ছে না। কারণ, এদিনই কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমন আবহে কমিশন কী পদক্ষেপ করে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।
ঠিক কী বলেছিলেন ফিরহাদ? এ ব্যাপারে সম্প্রতি শুভেন্দু অধিকারী একটি ভিডিও শেয়ার করেন। তাতে ফিরহাদকে বলতে শোনা যায়, ''কয়েকদিন আগে এখানে এসেছিলেন এক দাড়িওয়ালা। আরে নামটা বলুন না দাড়িওয়ালার... নামটা হল নরেন্দ্র মোদী। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালি থেকে। সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গেল। হেরো মাল। কয়েক লাখ ভোটে হেরে গেল। তারপর কেস করল।'' যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।