শেষ আপডেট: 10th January 2025 22:46
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করা হয়েছে আরাবুল ইসলামকে। আর এই খবর পাওয়ার পরই ভাঙড়ে কার্যত 'উৎসব' শুরু করেন তৃণমূল কর্মীরা! স্বাভাবিকভাবেই তাঁরা শওকত অনুগামী। আরাবুলের বিরুদ্ধে স্লোগান তোলা থেকে শুরু করে মিষ্টি বিতরণ পর্যন্ত করা হয় এলাকায়।
আরাবুল ইসলামকে নিয়ে তৃণমূলের অস্বস্তি অনেকদিনেরই। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত বছরের ৮ ফেব্রুয়ারি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। ৭ মাস পর জেল থেকে মুক্তি পান তিনি। তবে তারপর থেকেই আরেক তৃণমূল নেতা শওকত মোল্লার সঙ্গে তাঁর বারংবার সংঘাত লাগে। নতুন বছরের প্রথমদিনই আরাবুলের ওপর হামলার অভিযোগও ওঠে শওকত অনুগামীদের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন আরাবুল। এই পরিস্থিতির মধ্যেই দল থেকে সাসপেন্ড হয়েছেন ভাঙড়ের 'তাজা নেতা'।
শুক্রবার সন্ধের পর ভাঙড়ের একাধিক এলাকায় বেশ কিছুক্ষণ ধরে বাজি ফাটে। বিতরণ করা হয় রসগোল্লা থেকে শুরু করে সন্দেশ, লাড্ডু। আরাবুলের বিরুদ্ধে অভিযোগ তুলে এইসব তৃণমূল কর্মীদের দাবি, তিনি শুধু নিজের উন্নয়ন করে গেছেন এত বছর ধরে। অবশেষে যে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এতে তাঁরা খুশি।
আবাবুল অবশ্য এই নিয়ে দ্বিতীয়বার সাসপেন্ড হলেন। এর আগে ছ’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। তবে সেই সিদ্ধান্ত পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হন প্রাক্তন বিধায়ক আরাবুল। তবে তারপর থেকেই কার্যত শওকতের সঙ্গে বিরোধ তীব্র হয় তাঁর।