শেষ আপডেট: 30th December 2022 07:10
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে রুরকির কাছে তাঁর গাড়ি একটি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। এবার সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV) ভাইরাল হল।
সেই ফুটেজে দেখা যাচ্ছে যে, ঋষভের মার্সিডিজ-এএমজি জিএলই৪৩ কুপটি প্রচণ্ড গতিতে ছুটে এসে ডিভাইডারে ধাক্কা মারে (Mercedes Crashed)। এই ভয়াবহ সংঘর্ষের পরেই গাড়িতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে গুরুতর আহত হন ক্রিকেটার।
জানা গেছে, মা'কে সারপ্রাইজ দেওয়ার জন্য ঋষভ পন্থ তাঁর বাড়িতে যাচ্ছিলেন। পরিবারের সঙ্গে নতুন বছর কাটাতে দিল্লি থেকে রুরকিতে যাচ্ছিলেন তিনি।
জানা গিয়েছে, দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যাওয়ার আগে কোনওমতে জানলার কাচ ভেঙে বেরিয়ে আসেন পন্থ। তাই এ যাত্রা প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন পন্থ।
তবে পন্থের শরীরে পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক না হলেও, ভালই চোট রয়েছে। আপাতত দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন পন্থ।
ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে জ্বলে উঠল গাড়ি, হাসপাতালে ক্রিকেটার