শেষ আপডেট: 16th October 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের সূত্র ধরেই সামনে এসেছে আরজি করের দুর্নীতির অভিযোগ। আদালতের নির্দেশে ওই অভিযোগেরও তদন্ত করচে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সূত্রের খবর, এ ব্যাপারে এবার রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠাল সিবিআই। দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এখনও কাকে কাকে পদে বহাল রাখা হয়েছে, তার কারণ জানতে চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে চিঠি দেওয়া হয়েছে বলে খবর। যদিও এ ব্যাপারে রাজ্যের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
গোয়েন্দা সূত্রের খবর, এ ব্যাপারে নির্দিষ্ট করে আরজি করের কয়েকজন অধ্যাপক এবং আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন আরজি করের সহকারী অধ্যাপক সুজাতা ঘোষ এবং দেবাশিস সোমের নাম। এই দু'জনের বিরুদ্ধে আরজি করের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল আগেই।
তদন্তকারী সংস্থা সূত্রের খবর, অভিযোগ ওঠার পরও কেন তাঁদের পদে বহাল রাখা হয়েছে, তার কারণ জানতে চেয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছে সিবিআই।
৮ অগস্ট গভীর রাতে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা ঘটে। এরপরই হাসপাতালে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে। সব অভিযোগেরই কেন্দ্রে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। তিনিই নানা বিষয়ে হাসপাতালকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
এ ব্যাাপারে সন্দীপের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। ইতিমধ্যে আদালতের নির্দেশে ওই ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। ওই অভিযোগে আগেই সন্দীপ ঘোষকে গ্রেফতারও করেছে সিবিআই। তদন্তে নেমে আরও একাধিক জনের নামও উঠে আসে। সেই সূত্রেই অভিযুক্তদের পদে বহাল রাখা নিয়ে এবার রাজ্যের কৈফিয়ত চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।