শেষ আপডেট: 13th September 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: পলিগ্রাফ আগেই হয়েছিল। এবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নার্কো পরীক্ষা করানোরও অনুমতি চাইল সিবিআই। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের তদন্তে এটা বড় মোড় হতে পারে বলে মনে করছেন অনেকে।
সিবিআই সূত্রের খবর, নার্কো পরীক্ষার অনুমতি চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের কাছে আর্জি জানিয়েছেন তদন্তকারীরা। অনুমতি মিললেই নার্কো পরীক্ষা করানো হবে অভিযুক্তের।
তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, একাধিক জুনিয়র ডাক্তার-সহ ১০০ জনেরও বেশি লোকের বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা। পাশাপাশি সঞ্জয়, সন্দীপ-সহ ৮ জনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রকৃত ঘটনাস্থল নিয়েই ধোঁয়াশা রয়ে গিয়েছে তদন্তকারীদের।
এদিকে বৃহস্পতিবারই প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়ের টিথ ইম্প্রেশন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। নির্যাতিতার গালে যে কামড়ের দাগ পাওয়া গিয়েছে, তা সঞ্জয়ের কিনা নিশ্চিত হওয়ার জন্যই নমুনা পরীক্ষা করতে চায় সিবিআই।
প্রসঙ্গত, ঘটনার দিন সঞ্জয় রায় যে দুটি যৌনপল্লিতে গেছিল এই খবর আগেই প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, পলিগ্রাফ টেস্টে সে ওই কথা স্বীকার করেছে। পলিগ্রাফ টেস্টের পর জানা গেছে, রাত ১১.১৫ নাগাদ সে তার এক বন্ধুর সঙ্গে মদ খেয়েছিল। তারপর প্রথমে গেছিল উত্তর কলকাতার এক যৌনপল্লীতে, সেখান থেকে সে আসে দক্ষিণ কলকাতায়। কয়েক ঘণ্টা সেখানে সময় কাটানোর পর ভোট ৪টের কিছু আগে সঞ্জয় পৌঁছয় আরজি কর হাসপাতালে। সোজা চলে যায় সেমিনার হলে। সেখানের সিসিটিভি ফুটেজেই তাকে দেখা গেছিল।
সঞ্জয় কার্যত স্বীকার করে নিয়েছে যে, সেমিনার হলে তরুণী চিকিৎসককে দেখা মাত্রই সে শারীরিক নিগ্রহ শুরু করে। এরপর মারধর এবং ধর্ষণের পর তাঁকে খুন করে। তারপর সঞ্জয় নিজের এক পুলিশ বন্ধুর বাড়ি চলে যায়।
আর জি কর কান্ডের তদন্তভার হাতে নেওয়ার পর থেকে এক মাসের বেশি সময় কেটে গেলেও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি চাপ বাড়তে শুরু করেছে তদন্তকারীদের উপর। সেই চাপ কাটাতেই এবার ধৃত সঞ্জয়ের নার্কো পরীক্ষা করানোর জন্য উঠেপড়ে লাগল সিবিআই। সূত্রের খবর, আদালতের অনুমতি পেলেই দ্রুত তা সেরে ফেলা হবে।