শেষ আপডেট: 22nd September 2024 11:00
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।
এবার ওই ঘটনায় টালা থানার এসআই চিন্ময় বিশ্বাসকে তলব করল সিবিআই। গোয়েন্দা সূত্রের খবর, রবিবার দুপুরে সিজিওতে হাজির হতে বলা হয়েছে তাঁকে।
আরজি করে ডাক্তারি ছাত্রী ধর্ষণ খুনের ঘটনায় প্রথম থেকেই তদন্তকারীদের নজরে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষর ভূমিকা।
সূত্রের দাবি, তদন্তে নেমে গোয়েন্দারা বেশ কিছু তথ্য পেয়েছেন। ঘটনার দিন টালা থানার তৎকালীন ওসি ও সন্দীপ ঘোষের মধ্যে একাধিকবার কথা হয়েছিল বলে তদন্তকারী সংস্থার দাবি। টালা থানার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে সিবিআই। সূত্রের খবর, সেই সূত্রেই ওই এসআইকে তলব করা হয়েছে।
প্রসঙ্গত মৃতার পরিবার দ্বিতীয় ময়নাতদন্তের দাবি করলেও সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি মরদেহ দ্রুত সৎকারের ব্যবস্থা করেছিলেন। আবার দেখা গেছে, যেখানে অপরাধের ঘটনা ঘটেছিল সেখান থেকে ইচ্ছাকৃত ভাবে দূরে ছিলেন সন্দীপ ঘোষ। অর্থাৎ তাঁরই নজর রাখার কথা ছিল এবং দ্রুত এফআইআর দায়ের করার কথা ছিল। এমনকী ঘটনার পর পুলিশের তরফে প্রথম এফআইআরের পরিবর্তে জিডি করা হয়েছিল কেন, এবিষয়েও ওই এসআইকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।