শেষ আপডেট: 1st December 2023 15:46
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীবারে রীতিমতো আদাজল খেয়ে নেমেছে সিবিআই। সাত সকালে কলকাতার দুই হেভিওয়েট তৃণমূল কাউন্সিলের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি জেলাতেও কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ ও কোচবিহারেও তল্লাশি চলছে। ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সকাল সকাল পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। জানা গেছে, মুর্শিদাবাদের আরও চার জায়গায় তল্লাশি চলছে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও জেলায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ প্রথমে বড়ঞার কুলিতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী ঝন্টু শেখের বাড়িতে তল্লাশি শুরু করেন সিবিআই আধিকারিকরা। তারপর শোনা যায় বিধায়ক জাফিকুলের বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে।
সিবিআই সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। তার ভিত্তিতেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। সার্চ ওয়ারেন্ট দেখিয়েই চলছে তল্লাশি। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম নিয়োগ দুর্নীতিতে জড়িত বলেই সন্দেহ তদন্তকারীদের। বেশ কয়েকটি কলেজ রয়েছে জাফিকুল ইসলামের। বিএড , ডিএড, ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিস্ট কলেজ রয়েছে তাঁর নামে।
জানা গেছে, সকালে বিধায়কের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়। তবে বাড়িতে বিধায়ক জাফিকুল রয়েছেন কিনা তা জানা যায়নি।
অন্যদিকে বড়ঞার কুলিতে ব্যবসায়ী ঝন্টু শেখের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এই ঝন্টু শেখ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ ছিল বলে দাবি। কুন্তলকে জেরা করেই ঝন্টুর নাম উঠে আসে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঝন্টু শেখের নামে একাধিক বিএড কলেজও আছে। জেলবন্দি জীবনকৃষ্ণ সাহার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে।
বুধবার একটি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের পরদিনই রাজ্যের নানা জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। অদিতি মুন্সির স্বামী বিধাননগরের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও কলকাতা পুরনিগমের মুখ্যসচেতকের বাড়িতেও তল্লাশি চলছে।