শেষ আপডেট: 27th January 2025 13:06
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। রাজ্যের ওই আবেদনের এক্তিয়ার নিয়েই এদিন কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
প্রসঙ্গত, সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআইও। আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়, এ সব ক্ষেত্রে প্রথমে কেন্দ্রীয় সরকার আপিল করার সুযোগ পাবে এবং যদি কেন্দ্রীয় সরকার তা না করে তবে রাজ্য আপিল করার সুযোগ পাবে।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় গত শনিবার ১৮ জানুয়ারি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। ২০ জানুয়ারি সাজা ঘোষণা করেন বিচারপতি অনির্বাণ দাস। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালে়ঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য। পরে সিবিআইয়ের তরফেও ফাঁসির সাজা চেয়ে আবেদন জানানো হয়।
সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি শুরুর পরই রাজ্যের গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। পাল্টা হিসেবে রাজ্যের তরফে বলা হয়, "রাষ্ট্রের যখন সাজা মুকুব করার অধিকার আছে, পাশাপাশি রাষ্ট্র যদি মনে করে তাহলে প্রাণদণ্ড দিতে পারে, তাই রাজ্যের আদালতে আবেদন করার অধিকারও রয়েছে।"
দুপক্ষের শুনানি শেষে বিচারক অবশ্য রায়দান স্থগিত রেখেছেন। কিছু পরেই মামলার রায় ঘোষণা্ হবে। এদিকে শুনানিতে উপস্থিত রয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। তাঁরা জানান, মামলার বিষয়ে তাঁদেরকে কিচুই জানায়নি রাজ্য বা সিবিআই কেউ। তাঁদের বক্তব্য, ,"রাজ্যের পিটিশানে কী রয়েছে সেটা জানা জরুরি, তাই এসেছি।"