শেষ আপডেট: 17th September 2023 12:34
দ্য ওয়াল ব্যুরো: কাজের দরপত্র বা টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ (CBI investigating allegation of bribery to get the tender) উঠেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থার এক কর্তা সহ সাতজনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করল সিবিআই।
কীভাবে সিবিআই ধরল অভিযুক্তদের?
সংবাদমাধ্যম সূত্রের খবর, ব্রিজ অ্যান্ড রুফ নামক একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার এক কর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। জানা যায়, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিল। ওড়িশার একটি বেসরকারি স্কুলের নির্মাণ সংক্রান্ত কাজ পাইয়ে দেওয়ার জন্য একটি বেসরকারি সংস্থার কাছে ঘুষ চাওয়া হয়।
ব্রিজ অ্যান্ড রুফ নামক রাষ্ট্রায়ত্ত সংস্থার এক কর্তার হয়ে ঘুষ চান আরও একজন। ঘুষ বাবদ ২০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় বেসরকারি সংস্থাটি। এই ঘুষের খবর পাওয়ার পরে ফাঁদ পাতে সিবিআই। হাওয়ালার মাধ্যমে এই টাকা কলকাতায় পৌঁছে দেওয়ার কথা ছিল। এই লেনদেনের সময়ই সিবিআই পাকড়াও করে অভিযুক্তদের। ১৯ লক্ষ ৯৬ হাজার টাকাও বাজেয়াপ্তও করা হয়।
সিবিআই সূত্রে জানানো হয়েছে, তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে, ওই ঘুষের টাকার সঙ্গে জড়িত রয়েছে ব্রিজ অ্যান্ড রুফের সিএমডি আশিস রাজদান। তারপরই আশিস সহ মোট সাতজনকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসাররা।
নন্দীগ্রামের আবু তাহেরের পুলিশ হেফাজত, ভোট-হিংসায় হুলিয়া জারি করেছিল সিবিআই