শেষ আপডেট: 11th November 2024 21:19
দ্য ওয়াল ব্যুরো: তদন্তের নামে দীর্ঘসূত্রিতার অভিযোগে এবার সুপ্রিমকোর্টে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় তিন বছরের বেশি সময় পার হওয়ার পরেও কেন সাক্ষ্যগ্রহণ সম্ভব হল না, সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তা জানতে চান সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।
আদালত সূত্রের খবর, সিবিআই কোনও সদুত্তর দিতে পারেনি। এরপরই ভোট পরবর্তী হিংসা মামলায় ২০২১ সালে ধৃত নদিয়ার চার তৃণমূল কর্মীকে জামিন মঞ্জুর করে আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, 2০২১ সালের ১৪ জুন ভোর রাতে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার মনীন্দ্রপল্লির বাসিন্দা পলাশ মণ্ডলকে বাড়ি থেকে তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে কোপানো হয়। পরে গুলি করে হত্যা করা হয় পলাশকে।
আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে নামে সিবিআই। পলাশ মণ্ডলকে খুনের অভিযোগে নদিয়ার চার তৃণমূল কর্মী আপ্পু মুখোপাধ্যায় ওরফে বাবুসোনা, আজহার শেখ, রাজেন্দ্র শর্মা, সুরেশ পারসি ওরফে লালাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সোমবার তাদের জামিন মঞ্জুর করল আদালত।