শেষ আপডেট: 13th May 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই। আদালতের নির্দেশ মেনে প্রার্থীর পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি যাচাই সহ নিজাম প্যালেসে ‘অযোগ্য’দের তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।
‘দুর্নীতি’র অভিযোগে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটিই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাতে এক ধাক্কায় চাকরি যায় ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়ে যাঁদের চাকরি গিয়েছিল, তাঁদের চাকরি আপাতত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে দেশের শীর্ষ আদালত এও জানিয়েছে, অবৈধ নিয়োগ নিয়ে এখনও তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সেই সূত্র ধরেই এবার শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য ও নথি সংগ্রহের কাজ শুরু করেছে সিবিআই।
এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত ২০১৬ সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহের কাজ করেছে সিবিআই। প্রার্থীর পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, বেতনের নথি সহ যাবতীয় তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, সিবিআইয়ের হাতে অযোগ্যদের মোট ৬টি তালিকা রয়েছে। ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখানেই এই সংক্রান্ত সম্পূর্ণ তালিকা পেয়েছে সিবিআই আধিকারিকেরা। ইতিমধ্যে প্রত্যেক তালিকা থেকেই ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষকর্মীদের বেশ কয়েকজনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। তালিকা ধরে ধরে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে তলব করা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।