শেষ আপডেট: 9th September 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার সকাল সাড়ে দশটায় শুনানি শুরু হবে বলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় গত সপ্তাহে ঘোষণা করেছিলেন। সেই মতো শুনানি শুরু হয়। এবার শুনানি শেষ হতেই আরজি কর হাসপাতালে এলেন সিবিআই আধিকারিকরা।
আরজি কর কাণ্ড নিয়ে এদিন সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। তবে তা কোনও চূড়ান্ত রিপোর্ট নয়। এখনও পর্যন্ত তদন্তের যা অগ্রগতি হয়েছে তা নিয়েই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।
এদিন মামলার শুনানি শুরু হওয়ার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জেবি পারদিওয়ালা সিবিআইয়ের রিপোর্ট খুঁটিয়ে পড়েন।
পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'সিবিআই তদন্ত যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা চলুক। তার পর আরও একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করুক সিবিআই। সে ক্ষেত্রে পরের মঙ্গলবার অর্থাৎ ১৭ তারিখ ফের শুনানি হতে পারে'।
শুনানি শেষের পর পরই এবার হাসপাতাল চত্বরে ঢুকলেন সিবিআই আধিকারিকরা। এখন দেখার আগামী শুনানিতে যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাতে কী কী উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।