শেষ আপডেট: 10th January 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: আরও ফ্যাসাদে পড়েছেন 'কালীঘাটের কাকু' (Sujay Krishna Bhadra)। সিবিআই-এর বিশেষ আদালত নির্দেশ দিয়েছে যে সুজয়কৃষ্ণ ভদ্রকে ভয়েস স্যাম্পল দিতেই হবে। বিচারক নির্দেশ দিয়ে বলেছেন, ২১ জানুয়ারির মধ্যে 'কাকুর' (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে।
সিবিআই আদালতে জানায়, তাদের কাছে বেশ কিছু মোবাইল ফোনের রেকর্ডিং রয়েছে। তাতে 'কালীঘাটের কাকুর' কণ্ঠস্বর রয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। সেটাই পরীক্ষা করে মিলিয়ে দেখতে চান তাঁরা।
এর আগে আদালতের নির্দেশ ছিল যে ১০ জানুয়ারি সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে তাঁকে কোর্টে এসে হাজিরা দিতে হবে। কিন্তু যেহেতু তিনি শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন তাই আজ হাজিরা দিতে পারেননি।
সিবিআই পুরোপুরি কণ্ঠস্বর নিতে প্রস্তুত বলে আদালতে জানায়। যেহেতু 'কাকু' আজ হাজিরা দেননি তাই তারা এদিন কোনও নমুনা সংগ্রহ কোর্টে পারেনি। ফের আবেদনের ভিত্তিতে তারা নমুনা সংগ্রহ করতে চেয়ে বিশেষ আদালতে আবেদন জানালে আগামী ২১ তারিখ 'কাকুর' কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, ৬ জানুয়ারি ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি পেশ করা হয় অসুস্থ কালীঘাটের কাকুকে। বিচারক স্পষ্ট জানান, এই মামলায় মোট ৫৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের যথেষ্ট প্রমাণ রয়েছে। সে কারণেই প্রথম প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের চার নম্বর ধারায় 'কাকুর' বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।