হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয় সেনগুপ্ত সম্প্রতি এই মামলায় সিবিআইকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন।
শেখ শাহজাহান
শেষ আপডেট: 6 July 2025 07:43
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার ভোটপরবর্তী হিংসা আর রাজনৈতিক রক্তপাতের পাঁচ বছর পর অবশেষে সিবিআইয়ের তদন্ত (CBI) শুরু। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৯ সালের জুনে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয় সেনগুপ্ত সম্প্রতি এই মামলায় সিবিআইকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন। যার মূল উদ্দেশ্য, দীর্ঘদিন ধরে থমকে থাকা এই রাজনৈতিক খুনের তদন্তে নতুন করে গতি আনা।
২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডল নিহত হন। পরিবার ও বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার পেছনে ছিলেন তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহান। প্রথম চার্জশিটে তাঁর নাম থাকলেও, তদন্তভার রাজ্য পুলিশের হাতে গেলে তা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নিহতদের পরিবার বরাবরই দাবি করে আসছিল, প্রকৃত তদন্ত না-হওয়ায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা।
এদিকে, শাহজাহান শুধুমাত্র এই একটি মামলাতেই নয়, ২০২২ সালে অপর একটি খুনের ঘটনায় তাঁর নাম উঠে আসে চার্জশিটে। যদিও সেই মামলায় তিনি জামিন পান।
২০২৪-র শুরুতে আবারও আলোচনার কেন্দ্রে আসেন শাহজাহান। ইডি ও আধাসেনা জওয়ানদের উপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই সময়ই সামনে আসে রেশন দুর্নীতি, কৃষিজমি দখল, ভেড়ির লিজ ঘিরে টাকার জালিয়াতি-সহ একাধিক গুরুতর অভিযোগ। স্থানীয় মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল হয় সন্দেশখালি। বিজেপি-সহ বিরোধীরা রাজপথে নামেন। প্রবল চাপে পড়ে তাঁকে দল থেকেও সাসপেন্ড করে তৃণমূল।