Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা
Sandeshkhali

সন্দেশখালিতে তিন বিজেপি নেতা খুনের মামলায় সিবিআই তদন্ত শুরু, শাহজাহানের নামে এফআইআর

হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয় সেনগুপ্ত সম্প্রতি এই মামলায় সিবিআইকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন।

সন্দেশখালিতে তিন বিজেপি নেতা খুনের মামলায় সিবিআই তদন্ত শুরু, শাহজাহানের নামে এফআইআর

শেখ শাহজাহান

শেষ আপডেট: 6 July 2025 07:43

দ্য ওয়াল ব্যুরো: লোকসভার ভোটপরবর্তী হিংসা আর রাজনৈতিক রক্তপাতের পাঁচ বছর পর অবশেষে সিবিআইয়ের তদন্ত (CBI) শুরু। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৯ সালের জুনে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয় সেনগুপ্ত সম্প্রতি এই মামলায় সিবিআইকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন। যার মূল উদ্দেশ্য, দীর্ঘদিন ধরে থমকে থাকা এই রাজনৈতিক খুনের তদন্তে নতুন করে গতি আনা।

২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডল নিহত হন। পরিবার ও বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার পেছনে ছিলেন তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহান। প্রথম চার্জশিটে তাঁর নাম থাকলেও, তদন্তভার রাজ্য পুলিশের হাতে গেলে তা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নিহতদের পরিবার বরাবরই দাবি করে আসছিল, প্রকৃত তদন্ত না-হওয়ায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা।

এদিকে, শাহজাহান শুধুমাত্র এই একটি মামলাতেই নয়, ২০২২ সালে অপর একটি খুনের ঘটনায় তাঁর নাম উঠে আসে চার্জশিটে। যদিও সেই মামলায় তিনি জামিন পান।

২০২৪-র শুরুতে আবারও আলোচনার কেন্দ্রে আসেন শাহজাহান। ইডি ও আধাসেনা জওয়ানদের উপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই সময়ই সামনে আসে রেশন দুর্নীতি, কৃষিজমি দখল, ভেড়ির লিজ ঘিরে টাকার জালিয়াতি-সহ একাধিক গুরুতর অভিযোগ। স্থানীয় মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল হয় সন্দেশখালি। বিজেপি-সহ বিরোধীরা রাজপথে নামেন। প্রবল চাপে পড়ে তাঁকে দল থেকেও সাসপেন্ড করে তৃণমূল।


ভিডিও স্টোরি