শেষ আপডেট: 25th November 2024 20:12
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ 'ঘনিষ্ঠ' সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সন্তু এজেন্ট হিসাবে কাজ করতেন বলে অভিযোগ। সন্তুর কাছেই নাকি নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা জমা পড়েছে।
এপ্রিল মাসে সন্তুকে ডেকে পাঠিয়ে প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। মে মাসেও অভিযুক্ত 'এজেন্ট'কে তলব করা হয়েছিল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, বেহালাবাসী সন্তুর সঙ্গে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী অয়ন শীল, এমনকি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'-রও যোগাযোগ ছিল।
নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির কাছে সন্তুর কথা প্রথম বলেছিলেন অয়ন। টেট ‘দুর্নীতি’র পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডেও নাম জড়িয়েছিল তাঁর।
আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছিল, অয়ন জেরা করে তারা জানতে পারে তিনিই কুন্তলের কথায় সন্তুকে ২৬ কোটি টাকা দিয়েছিলেন।
এই টাকা অয়নের থেকে নিয়ে সন্তু নিজের কাছে রেখেছিলেন, নাকি পৌঁছে দিয়েছিলেন অন্যত্র? সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছিলেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, আজই শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়েছে। ইডির বিশেষ আদালতে জামিন পেলেও কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি। প্যারোলে থাকাকালীনই ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় অর্পিতার।