শেষ আপডেট: 28th August 2024 19:18
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে ১৯ দিন পেরিয়ে গিয়েছে। চলছে সিবিআই তদন্ত। তবে সেখান থেকে এখনও এমন কোনও তথ্য সামনে আসেনি, যাতে প্রকত দোষীকে চিহ্নিত করা যায়। এই অবস্থায় আরও একবার নির্যাতিতার বাড়িতে গেল সিবিআই।
আজ, বুধবার নিহত চিকিৎসকের বাবা-মা জানিয়েছেন, বুধবার তাঁদের বাড়িতে এসেছিলেন সিবিআইয়ের দুই আধিকারিক। কিছু তথ্য সংগ্রহ করেছেন তাঁরা, আবার চলেও গিয়েছেন। তদন্তকারীরা তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। তবে সেই আশ্বাসে ভরসা রাখলেও, দ্রুত তদন্তের নিষ্পত্তি হওয়ার দাবিও তুলেছেন তাঁরা।
এদিন চিকিৎসকের বাবা-মা জানিয়েছেন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদ নিয়েও মুখ খোলেন। তাঁরা বলেন, প্রতিবাদ অবশ্যই চলুক, তবে গুলি চালানোর মতো ঘটনা বা সাধারণ মানুষের দুর্ভোগ কাম্য নয়। পাশাপাশিই তাঁরা বলেন, বিজেপির বনধ সফল হওয়া বা ব্যর্থ হওয়া নিয়ে তাঁরা কোনও মন্তব্য করবেন না, কিন্তু সর্বস্তরের এই প্রতিবাদ যেন ফিকে না হয়।
সেইসঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা দাবিকেও সমর্থন করেছেন বাবা-মা। তদন্তে কেন এত সময় নিচ্ছে সিবিআই, সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁকে সমর্থন করে নির্যাতিতার বাবা বলেন, 'অবশ্যই তিনি ঠিক বলছেন। আমরাও তো সেটাই বলছি সিবিআইকে, তাড়াতাড়ি বিহিত করুন। আপনাদের এত সুনাম। সাধারণ মানুষও সিবিআই-কে চাপ দিক তাড়াতাড়ি তদন্ত শেষ করার।'
এদিনও তাঁরা মনে করিয়ে দেন, প্রথম থেকে পুলিশি তদন্তের গাফিলতিগুলি। বলেন, '৯ অগস্ট আমাদের বলা হয়েছিল মেয়ে সুইসাইড করেছে। ছুটে যাওয়ার পরে, দুপুর সাড়ে ৩টের আগে আরজি করের সেই সেমিনার হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, মেয়েকে দেখতে পারিনি। এসবের বিচার হোক, সিবিআই দ্রুত শেষ করুক তদন্ত।'