শেষ আপডেট: 14th April 2023 04:13
দ্য ওয়াল ব্যুরো: ১৯৭৬ সালে মালয়েশিয়ার (Malaysia) ভয়াবহ বিমান দুর্ঘটনার (plane crash) কথা ওই দেশের অনেকেই আজও ভুলতে পারেননি। তবে এই দুর্ঘটনার কারণ কী সেই নিয়ে এতদিন দোলাচল ছিল। ঘটনার প্রায় ৪৭ বছর পর আসল কারণ সামনে এল।
দুর্ঘটনা সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। জানা গেছে ওই বিমানে ক্ষমতার থেকে বেশি সংখ্যক যাত্রী উঠেছিলেন। এর ফলে, চালক নিয়ন্ত্রণে রাখতে পারেননি বিমানটিকে। রাজনীতিবিদ, শেফ সহ একাধিক প্রথম শ্রেণির নাগরিকের মৃত্যু হয় এই ঘটনায়। প্রসঙ্গত, এটি ভিআইপিদের জন্য সুনির্দিষ্ট বিমান ছিল। দুটি আসন পাইলটের জন্য বরাদ্দ হলেও শেষ মুহূর্তে অন্য একজনকে জায়গা করে দেওয়ার জন্য নামিয়ে দেওয়া হয় দ্বিতীয় পাইলটকে।
জানা গেছে ওই বিমানের চালকের কাজের খতিয়ান কখনওই প্রথম শ্রেণির যাত্রী বোঝাই বিমান চালানোর পক্ষে উপযুক্ত ছিল না। তবে, রিপোর্টে চালকের মদ্যপ অবস্থায় প্লেন চালানোর অভিযোগকে অসত্য বলে দাবি করা হয়েছে। চালক সহ মোট ১০ জন যাত্রী মারা যান এই ঘটনায়।
প্রসঙ্গত, এই ঘটনাটি জুন মাসের ৬ তারিখে ঘটেছিল বলে মালয়েশিয়ায় এই দিনটি কুখ্যাত ডাবল ৬ নামে পরিচিত। এই ঘটনায় মালয়েশিয়ার তৎকালীন সাবার মুখ্যমন্ত্রী নিহত হন। অতিরিক্ত যাত্রী সংখ্যার পাশাপাশি বিমানটিতে বোঝাই করা হয় অন্য বিমানের মালপত্রও। ফলে, ল্যান্ড করার সময়ে মুখ থুবড়ে গোঁত্তা খেয়ে বিমানটি এসে পড়ে জলে। এর ফলেই মৃত্যু হয় সকলের।
কঠিন উর্দু বা পার্সি শব্দ ব্যবহার করা যাবে না, অভিযোগপত্র লিখতে হবে সহজ ইংরেজি বা হিন্দিতেই