শেষ আপডেট: 4th September 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। তদন্তভারও তাঁদের হাত থেকে চলে গেছে সিবিআই-এর কাছে। যদিও সাধারণ মানুষ এখনও পুলিশের ওপর ক্ষুব্ধ। এই পরিস্থিতির মধ্যেই আরও এক ঘটনার কথা সামনে এল যেখানে একই রকম ভাবে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট।
সম্প্রতি জাকির হোসেন মেডিক্যাল কলেজেও এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, সেই ঘটনায় পুলিশের কাছে এফআইআর করতে গেলে তা নেওয়া হয়নি! এই প্রেক্ষিতেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতে মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, গত ১৪ অগস্ট পুলিশের কাছে অভিযোগ জানাতে গেছিল পরিবার, কিন্তু এফআইআর নেয়নি তাঁরা। তাই এখন সিবিআই বা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে তদন্তের ভার দেওয়া হোক এমন আবেদন জানাচ্ছে পরিবার।
অভিযোগ অবশ্য এখানেই শেষ নয়। মামলাকারীর তরফে আরও দাবি করা হয়েছে, ময়নাতদন্তের প্রথম রিপোর্টে মৃতদেহের শরীরের একাধিক আঘাতের কথা উল্লেখই নেই! দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজন আছে বলেও জানিয়েছেন তাঁরা। এদিকে রাজ্যের বক্তব্য, গত ১৩ অগস্ট পুলিশের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। তখনই ঘটনা সম্পর্কে জানা যায়। এরপর পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ১৪ তারিখ ময়নাতদন্ত করা হয়। পুলিশের অনুমান, সে আত্মহত্যা করেছে।
কলকাতা হাইকোর্ট কিন্তু পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয়। বরং আদালতের বক্তব্য, নিয়ম মেনে ময়নাতদন্ত হয়েছে কিনা সেটা আগে খতিয়ে দেখা দরকার। ময়নাতদন্তের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন কি, প্রশ্ন তোলেন বিচারপতি। একই সঙ্গে তাঁর নির্দেশ, কেন পরিবারের অভিযোগ প্রথমে নেওয়া হয়নি তাও জানাতে হবে পুলিশকে। ময়নাতদন্ত সম্পর্কে পূর্ণ তথ্যও চেয়েছে আদালত।