শেষ আপডেট: 10th June 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন মিটে গেছে। গরমের ছুটির পর সোমবার থেকেই স্কুল খোলার কথা। কিন্তু রাজ্যের বহু স্কুল এখনও খোলা সম্ভব হচ্ছে না! তার কারণ, সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা রয়েছেন। এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন দুই আইনজীবী।
ভোট পরবর্তী হিংসা রুখতেই রাজ্যে নির্বাচনের পরও কয়েক সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। নির্বাচন কমিশন জানিয়েছিল, আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। স্বাভাবিকভাবেই বিভিন্ন স্কুলেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সোমবার থেকে পুরোদমে স্কুল খোলার কথা থাকলেও অনেক জায়গায় তা সম্ভব হয়নি।
গোটা পরিস্থিতির দিকে যাতে আদালত নজর দেয় তার জন্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী জিষ্ণু চৌধুরী ও অয়ন পোদ্দার। তাঁরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই বিষয়ে আদালতের হস্তাক্ষেপের আর্জি জানিয়েছেন। আগামী বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
সরকারিভাবে সোমবার স্কুল খুললেও সঠিকভাবে পঠনপাঠন শুরু করতে যে আরও বেশ কয়েকদিন সময় লেগে যাবে, তা আন্দাজ করেছে শিক্ষামহলের একাংশ। আর এই পরিস্থিতির জন্য প্রশাসনকেই দুষছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত রাজ্যের শিক্ষা দফতর থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি এই ব্যাপারে।
মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী, ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি থাকে। এবারে তীব্র তাপপ্রবাহের কারণে ২২ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। ভোট মিটে যাওয়ার পর বাহিনী থাকার কারণে সেই ছুটি আরও সাতদিন বৃদ্ধি করা হয়। ১০ তারিখ থেকেই পুরোদমে পঠনপাঠন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা করা সম্ভব হচ্ছে না।