Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!একজন চাকরি ছাড়তেন, অন্যজন শুরু করেছিলেন! অভিশপ্ত বিমানের দুই পাইলটের গল্প ভিন্ন, শেষ এক...
Jagannath Temple in Digha

দিঘার জগন্নাথ ধামে অনুদান দিলে আয়করে ছাড়? হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। শীঘ্রই মামলার শুনানি হওয়ার কথা।

দিঘার জগন্নাথ ধামে অনুদান দিলে আয়করে ছাড়? হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 May 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ ধামের (Jagannath Temple in Digha)। উদ্বোধনের পর থেকে প্রতিদিনই লক্ষ লক্ষ ভক্ত সমাগম হচ্ছে সেখানে। এবার মন্দিরের অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা।

মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। শীঘ্রই মামলার শুনানি হওয়ার কথা।

আদালতে আবেদনকারী জানতে চেয়েছেন, জগন্নাথ ধামে অনুদান দিলে কি আয়করে ছাড় পাওয়া যাবে? কারণ, সরকার কখনও মন্দির তৈরি করতে পারেনা। তাহলে যদি এটা মন্দির না হয় তাহলে কী করেে আয় করে ছাড় দেওয়া হচ্ছে এই নিয়ে তদন্ত হোক।

একই সঙ্গে আদালতে আবেদনকারী এও জানতে চান, জগন্নাথ ধাম ট্রাস্টের নামে ওই মন্দির পরিচালিত হচ্ছে, একটা ট্রাস্ট কি করে হিডকোর অফিস ব্যবহার করতে পারে?

একই সঙ্গে জগন্নাথ ধামে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী।

প্রসঙ্গত, দিঘার জগন্নাথ মন্দির পরিচালনার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠক থেকে ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব পাশ করানো হয়। ওই কমিটিতে মুখ্যসচিবের নেতৃত্ব মোট ১১ জন অফিসারের পাশাপাশি ইসকন, কালীঘাট মন্দির, পুরীর জগন্নাথদেবের মন্দির, রামকৃষ্ণ মিশনের একজন করে প্রতিনিধি-সহ মোট ২৭ জনের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। 

এভাবে সরকার মন্দির তৈরি করতে পারে কিনা, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএমের আইনজীবী নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। এবার এ বিষয়ে দায়ের হল জনস্বার্থ মামলাও।


ভিডিও স্টোরি