শেষ আপডেট: 14th August 2024 11:45
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে ফের একবার কলকাতা হাইকোর্ট মামলা হল। মঙ্গলবার হাসপাতালের যে সেমিনার রুমে ধর্ষণ-খুন হয়েছে সেটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল। তা নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই ইস্যুতেই আবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। সেটির জরুরি ভিত্তিতে শুনানির সম্ভাবনা রয়েছে।
কলকাতা হাইকোর্টে আরজি কর ইস্যুতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাগুলির শুনানির পরই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার থেকে আংশিক তদন্ত শুরু হলেও বুধবার থেকে পুরোদমে এই মামলার তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। দিল্লি থেকে ফরেন্সিক দল সহ বিশেষ সিবিআই টিম এসেছে কলকাতায়। এদিনই পুলিশের থেকে সমস্ত নথি, তথ্যও তাঁরা হাতে পেয়েছে, হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কেও। এরই মধ্যে আবার আরজি করের সেমিনার ভাঙার ইস্যুতে আদালতে মামলা হল।
মঙ্গলবার সকাল থেকেই পড়ুয়াদের আন্দোলনে সরগরম ছিল আরজিকর হাসপাতাল চত্বর। বিকেলে বুদ্ধিজীবীদের মিছিল আসে আরজিকর হাসপাতাল চত্বরে। সেই সময়ে আচমকাই গুঞ্জন ছড়ায়, যে সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে সেই ঘরই ভেঙে ফেলা হচ্ছে! সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ছাত্রদের।
বিক্ষোভকারীরা দাবি করে, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই তথ্য প্রমাণ লোপাটের জন্য সেমিনার হলটাই ভেঙে ফেলার পথে কর্তৃপক্ষ। যদিও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, যে ঘরে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই ঘর ভাঙা হয়নি। যে ছবি দেখানো হচ্ছে তা সামনের ঘরের।
এদিকে, আরজি করে এদিনই যাবে সিবিআই আধিকারিকরা। যে সেমিনার রুমে ধর্ষণ-খুন হয়েছে তা খতিয়ে দেখার কথা তাঁদের। নমুনা সংগ্রহ করার পাশাপাশি আরজি করের ছাত্র ছাত্রীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। আর জি কর হাসপাতালের তদন্তে সিবিআই-এর ৭ জনের প্রতিনিধি দল আজ কলকাতায় এসে পৌঁছায়। সূত্রের খবর, এই দলের মধ্যে ফরেনসিক এক্সপার্ট এবং মেডিক্যাল অফিসার রয়েছেন।