শেষ আপডেট: 3rd October 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো: মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার এবং নিজেদের নিরাপত্তার দাবিতে পূর্ণ কর্মবিরতিতে গেছেন জুনিয়র ডাক্তাররা। এবার ডাক্তারদের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কর্মবিরতি তুলে নিয়ে যাতে কাজে ফেরেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু নিজেদের নিরাপত্তার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না তাঁরা। এসবের মধ্যেই সাগর দত্ত হাসপাতাল ও ন্যাশনাল মেডিক্যাল কলেজের ঘটনা ঘটেছে।
মঙ্গলবারই দশ দফা দাবি সামনে রেখে ডাক্তাররা পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেন। অন্যদিকে দেশের শীর্ষ আদালত কাজে ফিরতে বলেছিল। সেই নির্দেশ লঙ্ঘন করেছেন জুনিয়র ডাক্তাররা।
আইনের বিরুদ্ধে গিয়ে কর্মবিরতি পালন করছেন এই অভিযোগেই মামলা দায়ের হয়েছে । শুক্রবার মামলার শুনানি হতে পারে বিচারপতি টিএস শিবিজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।
সংস্থার ডিরেক্টর রাজু ঘোষ বলছেন, আগেই সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ না মেনে আইনের বিরুদ্ধে গিয়ে পূর্ণ কর্মবিরতি করছেন তাঁরা। এতে আদালত অবমাননা হচ্ছে। মামলাকারী ওই ব্যক্তির আবেদন, এই কর্মবিরতি তুলে দেওয়ার জন্য রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিক উচ্চ আদালত।
অরিন্দম দাস, যিনি মামলাকারীর আইনজীবী, তিনি বলছেন, আইনের বাইরে গিয়ে কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা। তাঁর এমনটা করতে পারেন না। সেটাই আদালতের দৃষ্টি আকর্ষণ করার পর মামলা দায়েরের অনুমতি দেয় উচ্চ আদালত।