শেষ আপডেট: 4th January 2023 01:34
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনার (Indian Army) প্রথম মহিলা অফিসার হিসাবে সিয়াচেনে (Siachen) মোতায়েন হলেন শিবা চৌহান (Capt Shiva Chouhan)। যার ফলে এক নতুন অধ্যায়ের সূচনা হল সেনাবাহিনীতে। প্রসঙ্গত, বিশ্বের সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র হিসাবে সিয়াচেনের নাম সকলেরই জানা। এবার সেখানেই প্রথম কোনও মহিলা অফিসারকে নিয়োগ করা হল।
সিয়াচেন অর্থাৎ ভারতের সেই জায়গা, যেখানে তাপমাত্রা সারাবছর হিমাঙ্কের অনেক নীচে থাকে। সেখানেই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিলেন শিবা। বর্তমান সময়ে মেয়েরা শুধুই সংসার সামলান না, বরং কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অস্ত্র হাতে তুলে শত্রুর মোকাবিলাও করেন। আজ সিয়াচেনে শিবার মোতায়েনের পর সে কথা আরও স্পষ্ট করে তুলে ধরা হল বিশ্বের সামনে।
জানা গেছে, এই যোগদানের আগে এক মাস ধরে কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছেন শিবা। ভারতীয় সেনার 'সিয়াচেন ব্যাটেল স্কুল'-এ তাঁর প্রশিক্ষণ চলেছে। এরপরই মঙ্গলবার সেখানে মোতায়েন হন শিবা চৌহান। উল্লেখ্য, সিয়াচেনে মোতায়েন হওয়ার আগে প্রত্যেক ভারতীয় সেনাকেই একটি কঠোর অনুশীলনের মধ্যে থাকতে হয়। কারণ, ওই জায়গাটি এতটাই দুর্গম যে, সাধারণ মানুষের পক্ষে ওখানে টিকে থাকা সত্যিই মুশকিল।
ভারতীয় সেনার তরফে মঙ্গলবার টুইটে লেখা হয়, “ফায়ার অ্যান্ড ফিউরি স্যাপারস-এর ক্যাপ্টেন শিবা চৌহান বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে প্রথম মহিলা অফিসার হিসাবে মোতায়েন হয়েছেন। বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এবং সেসব হার্ডল পার করে তবেই শিবা নিজের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছেন।"
চার বছর পরে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন নাগারত্না, থাকবেন মাত্র ৩৬ দিন!