শেষ আপডেট: 9th January 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনার কয়েকদিন পরেই মুর্শিদাবাদের এক তৃণমূল নেতার বাড়ির সামনে হুমকি পোস্টার, গুলি এবং অন্ত্যোষ্টি ক্রিয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং সাদা থানা রেখে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছিল। এখন যেন এহেন ঘটনা ট্রেন্ড হয়ে গিয়েছে। এ কথা বলার কারণ বৃহস্পতিবারের ক্যানিংয়ের ঘটনা।
গোপালপুর পঞ্চায়েত প্রধানকেও এবার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হল। তাতে রয়েছে আগ্নেয়াস্ত্রের ছবি এবং অডিও বার্তাও। অভিযোগ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পরপরই পঞ্চায়েত প্রধান ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। হুমকির পর থেকেই আতঙ্কে পঞ্চায়েত প্রধানের পরিবার।
বুধবার রাতের দিকে পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডলের হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে মেসেজ আসে। যেখানে একটা বন্দুকের ছবি আর অডিও বার্তা রয়েছে। বলা হয়েছে 'এটা শুধুমাত্র ট্রেলার। পিকচার আভি বাকি হ্যায়।'
একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনা বা খুনের হুমকির কারণে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন। যে কারণে আসানসোলের তিনজন নেতাকেই নিরাপত্তা দেওয়া হয়েছে। পাশাপাশি খুন বা খুনের হুমকি নিয়ে জেলা পুলিশকেও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে বলে খবর।
কে বা কারা এই হুমকি বার্তা পাঠাল তা বুঝে উঠতে পারছেন না আকচার মণ্ডল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।