শেষ আপডেট: 9th November 2024 10:49
দ্য ওয়াল ব্যুরো: লজে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এমনকি পরে এক মহিলা ডাক্তারের কাছে চিকিৎসার জন্য মৃত মহিলাকে নিয়ে গিয়ে সেখান থেকে উধাও হয়ে যায় অভিযুক্ত। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং বাজার এলাকায়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সূত্রে স্থানীয় একটি লজের বিরুদ্ধে দেহ ব্যবসা চালানোর গুরুতর অভিযোগও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, দেহ ব্যবসার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত মহিলার বয়স ৪৬। শুক্রবার দুুুপুরে এক ব্যক্তির সঙ্গেব ক্যানিং বাজারের একটি লজে গিয়েছিলেন ওই মহিলা। কিছু পরে রুমের বাইরে এসে ওই ব্যক্তি লজের কর্মীদের বলেন, মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এখনই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
বাজারের এক মহিলা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, এর মধ্যে অভিযুক্ত পালিয়ে যায়।
খবর পেয়ে মৃত মহিলার বাড়ির লোক দেহটি শনাক্ত করে। মহিলার পূর্ব পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে থানাতে অভিযোগও দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে যে লজে ঘটনাটি ঘটেছে, সেখানে দেহ ব্যবসার অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।