শেষ আপডেট: 22nd April 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার মাইলফলক রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে উচ্চ আদালত। এক সঙ্গে এত জনের সরকারি চাকরি বাতিল হওয়া নিঃসন্দেহে বড় ঘটনা। কিন্তু এরই মধ্যে কেবল এক জনের চাকরি বহাল রইল। তিনি সোমা দাস। মানবিক কারণে সোমাকে চাকরিতে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।
ক্যানসারে আক্রান্ত সোমা। তাঁকে চাকরি দেওয়ার ব্যাপারে সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময়ে সোমার সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিক্ষকতা করা ছাড়া সোমা অন্য কোনও সরকারি চাকরিতে আগ্রহী কিনা তা জানতে চেয়েছিলেন তিনি। সোমা অবশ্য জানিয়েছিলেন, তিনি শিক্ষকতাই করতে চান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সুপারিশের ভিত্তিতেই সোমাকে চাকরি দিয়েছিল সরকার।
২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সোমা। সেই নিয়োগের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। তার পর থেকেই তিনি আন্দোলন শুরু করেন। লড়াই আরও কঠিন হয় ২০১৯ সালের পর। সেই বছরই তাঁর ক্যানসার ধরা পড়ে। যদিও চাকরি পাওয়ার পরও চাকরিপ্রার্থীদের সঙ্গে সহমর্মিতা জানাতে সোমা ধর্নামঞ্চে শামিল হয়েছিলেন। সোমবার যখন আদালত এসএসসি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করল, তখন সোমা তাঁর চাকরিতেই বহাল থাকলেন।
কঠিন রোগের সঙ্গে লড়াই করার পাশাপাশি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধেও ক্রমাগত লড়াই চালিয়েছেন সোমা। তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, ন্যায্য চাকরিপ্রার্থীরা নিয়োগ না পাওয়া পর্যন্ত তিনি গান্ধীমূর্তির তলায় বসে থাকবেন। মেধাতালিকায় থাকা শেষ নামটি চাকরি না পাওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। কলকাতা হাইকোর্টের সোমবারের রায়ের পর হয়তো ভীষণ খুশি হবেন সোমা।