শেষ আপডেট: 2nd December 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ বিল সংশোধনের নামে দেশের ধর্ম নিরপেক্ষতার ঐক্য ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। আগেই বিধানসভায় দাঁড়িয়ে এ অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার এ প্রসঙ্গে মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উদ্দেশে আরও সুর চড়ালেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, "ট্রাইবাল, খ্রিষ্টানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন? বালাজি ট্রাস্টের কত সম্পত্তি আছে, সেটা দখল করতে পারবেন? বুকের পাটা আছে? গোল্ডেন টেম্পল এর সম্পত্তি দখল করতে পারবেন? তাহলে কেন একটা নির্দিষ্ট ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছেন?"
তাৎপর্যপূর্ণভাবে এ ব্য়াপারে লোকসভার সংখ্যাগরিষ্ঠতার প্রসঙ্গও টেনে এনেছেন তৃণমূল নেত্রী। মমতার কথায়, "আপনাদের কি লোকসভায় টু থার্ড মেজরিটি আছে? রাজ্যসভায় আছে? দেখবেন সংবিধান পাল্টাতে গেলে দুই তৃতীয়াংশ মেজরিটি প্রয়োজন হয়। পারবেন না। দেশে আইন আদালত রয়েছে, সংবিধান রয়েছে।"
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, "ওয়াকফ ভুলে যান, সিএএ তে কেন মুসলিমদের বাদ দেওয়া হলো। এনআরসি তে কেন এত নাম বাদ দেওয়া হলো। সেখানে তো অনেক হিন্দু, নেপালি নামও বাদ দেওয়া হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড করার কথা বলছেন কেন? যা আছে অ্যাজ ইট ইজ, এটা তো আমি পরিবর্তন করতে পারি না। এটা তো সংবিধানে রয়েছে।"
মমতা এও বলেন, "আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি। কিন্তু হিন্দু ধর্মে জন্মেছি বলে আমাকে কেউ ইজারত দেয়নি আমি অন্য ধর্মকে হিংসা করব, দাঙ্গা করব। ওয়াকফে অনেক হিন্দু পরিবার দান করেছে। কিন্তু এই বিলে বলা হয়েছে হিন্দুরা দান করতে পারবে না। কেন? মুসলিমরা যেমন মন্দির ট্রাস্টে থাকে না, হিন্দুরাও তেমনি মসজিদ ট্রাস্টে থাকে না।"
জেপিসির কলকাতা সফর বাতিল করা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "জেপিসি-র কলকাতায় ভিজিট করার কথা ছিলো, কিন্তু সেটা বাতিল করা হয়েছে। এই সফর হলে তো কেউ কেউ তাদের কাছে গিয়ে নিজেদের কথা জানাতে পারতো। কিন্তু সফর বাতিল করা হল কেন ? ডাল মে কুছ কালা হ্যায়।"