শেষ আপডেট: 12th January 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: তদন্তের অছিলায় বাড়িতে ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জলপাইগুড়ি রাজগঞ্জ থানার এক সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়েরের পরই অভিযুক্ত এসআইকে ক্লোজ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে এক হোয়াটসঅ্যাপ বার্তায় জলপাইগুড়ি পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত এসআই সুব্রত গুণকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
শিলিগুড়ির বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, 'একটি মামলার তদন্তের অছিলায় রাজগঞ্জে নিজের বাড়িতে ডেকেছিলেন এসআই। সেখানে গায়ের জোর খাটিয়ে ধর্ষণ করেন।'
ঘটনার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তরুণী। ওই অবস্থায় তিনি শুক্রবার রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করে। বিষয়টি প্রকাশ্যে আসতে জনমানসে শোরগোল তৈরি হয়। এরপরই দ্রুত পদক্ষেপ করেন এসপি।
ঘটনার পর থেকেই অভিযুক্ত এসআই এর মোবাইল সুইচড অফ। ফলে তরুণীর আনা গুরুতর অভিযোগ সম্পর্কে তার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।