শেষ আপডেট: 2nd December 2024 21:27
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগে থানার আইসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।
ঘটনাটি বসিরহাট পুলিশ জেলার। অন্যের জমিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় আদালতে বিভ্রান্তিমূলক রিপোর্ট পেশের অভিযোগ উঠেছে বাদুড়িয়া থানার আইসির বিরুদ্ধে।
আদালত সূত্রে খবর, নিম্ন আদালতের নির্দেশের পরও বাদুড়িয়া থানার জগন্নাথপুরের বাসিন্দা আব্দুল মান্নানের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ, পুলিশি মদতেই হয়েছে বেআইনি নির্মাণ। এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে নিম্ন আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে হাইকোর্টে মামলা করেছিলেন আব্দুল।
সূত্রের দাবি, আইসি যে রিপোর্ট আদালতে পেশ করেন, তাতে তিনি দাবি করেছেন, তাঁর সঙ্গে ‘ফেরেববাজি’ করে ওই নির্মাণ করা হয়েছে। পুলিশের ওই রিপোর্ট দেখেই রেগে যান বিচারপতি। সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘বসিরহাটে কি কোনও আইনশৃঙ্খলা নেই? নাকি পুলিশ ওখানে শুধু অনুপ্রবেশের জন্য অপেক্ষা করে থাকে? ওখানে তো আইসি-ই শেষ কথা। সীমান্ত এলাকায় থানার এই হাল!’
খানিক থেমে বিচারপতি এও বলেন, ‘একটা বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় আইসি-র সোর্সের হাল যদি এমন হয়, তাহলে অন্য অপরাধমূলক মামলায় তিনি কী ধরনের তদন্ত করবেন তা বুঝতে বেশি কিছু লাগে। তার ওই পদে থাকার কোনও অধিকারই নেই। রাজ্য পুলিস জেলা তৈরি করছে তাও আদালতের কথা শুনছে না।’
এরপরই হুঁশিয়ারির সুরে বিচারপতি বলেন, ‘এক মাস সময় দিচ্ছি যদি ঠিকঠাক রিপোর্ট না জমা পড়ে তাহলে আইসি-র সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বেতন বন্ধ করে দেব। তাঁর কোনও মামলায় কোনও তদন্ত করার কোনও অধিকার থাকবে না। এটাই শেষ সুযোগ।’ জানুয়ারি মাসে ফের মামলার শুনানি।