শেষ আপডেট: 4th September 2023 16:24
দ্য ওয়াল ব্যুরো: এক রায়ে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি (32 Thousands Primary Teachers) বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও সুপ্রিম কোর্ট, সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে মামলা পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নতুন বেঞ্চে। সোমবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বজায় থাকবে স্থগিতাদেশ।
গত ১২ মে এক নির্দেশে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও পরে সেই সংখ্যাটা পাল্টে যায়। বিচারপতি তাঁর নির্দেশ পুনর্বিবেচনা করে জানান, ৩৬ হাজার নয়, ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে। শুধু তাই নয়, বিচারপতি আরও জানান, তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই শূন্যপদে যথাযথ প্রক্রিয়া মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারপতির নির্দেশে বাংলার রাজনীতি ও সমাজজীবন আন্দোলিত হয়েছিল।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন চাকরিহারাদের একাংশ। চাকরিপ্রার্থীদের অভিযোগ, সিঙ্গল বেঞ্চ তাঁদের কথা না শুনেই রায় দিয়েছেন।
বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কিছুটা পরিবর্তন করে। জানায়, এখনই চাকরি যাবে না ৩২ হাজার শিক্ষকের। কিন্তু পর্ষদকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। তবে সেই নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে হবে ওই ৩২ হাজার শিক্ষককে।
তারপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলার শুনানি শুরু হয়। সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ বজায় থাকবে। সেইসঙ্গে নিয়োগ নিয়ে নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে। আগামী ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
আরও পড়ুন: 'এমন কিছু নিয়ে মন্তব্য করা উচিত নয়, যা সমাজের কোনও অংশকে আঘাত করে', 'সনাতন' বিতর্কে মমতা