শেষ আপডেট: 29th October 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শুরুর কদিন আগেই বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছিল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। সেই মামলার শুনানিতে মঙ্গলবার রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত। একইসঙ্গে অবকাশকালীন বেঞ্চে নয়, এবার থেকে এই মামলার শুনানি হবে নিয়মিত বেঞ্চেই।
বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে আবেদনকারীর আইনজীবী শাবির আহমেদ বলেন, যে সিসিটিভি ফুটেজ আছে তাতে দেখা গেছে কে কে যুক্ত ছিল এই ঘটনায়। স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই অভিযুক্ত। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের আইনজীবী বিস্ফোরক অভিযোগ আনেন। আইনজীবী রাজদীপ মজুমদারের বক্তব্য, নিয়ম অনুযায়ী রাজ্য অনুমোদন দিয়ে কেন্দ্রকে আবেদন করলে কেন্দ্র তখন এনআইএ তদন্তের অনুমতি দিতে পারে। কিন্তু এক্ষেত্রে রাজ্য এখনও কিছুই জানায়নি।
রাজ্যের বিরুদ্ধে আরও অভিযোগ, পুলিশ এক্সপ্লোসিভ এসিটি প্রয়োগ করেছে, কিন্তু এক্সপ্লোসিভ সাবস্টেন্স আইন প্রয়োগ করার কথা। এই প্রেক্ষিতেই বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, এনআইএ আইনের ৬ নম্বর ধারা মেনে রাজ্য এই বিস্ফোরণের রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিয়েছে কিনা, আগামী শুনানিতে রাজ্যকে সেই রিপোর্ট দিতে হবে।
এর পাশাপাশি বিজেপি নেতার বাড়ির এলাকার সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যকে। ছুটির পরে রেগুলার বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে। গত ৪ অক্টোবর অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। বিজেপি নেতার দাবি ছিল, তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। বোমাবাজিতে পায়ে আঘাত লেগেছে। ভাটপাড়ার তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর ২০-২৫ জন সঙ্গী এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দেন তিনি।
অর্জুনের অভিযোগ উড়িয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা তাঁকে কটাক্ষ করে বলেছিলেন, "অর্জুন নিজে গুলি ছুড়েছে, আর ওঁর দলবল এই বোমাবাজি করেছে। আসলে নিজের পায়ের মাটি সরে গেছে। বিজেপির জোর নেই। তাই রাজনীতিতে টিকে থাকতে এসব করে প্রচারে থাকতে চাইছে।"