শেষ আপডেট: 7th September 2023 13:49
দ্য ওয়াল ব্যুরো: ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দেওয়ার সমন ধরাতে এক 'ধর্ষিতা'র বাড়িতে মাঝ রাতে চলে যায় পুলিশ। এমনকী হোয়াটসঅ্যাপেও কল করা হয় তাঁকে, এমন অভিযোগে দুই থানার আইসিকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুধু তাই নয়, এমন কাজের জন্য নির্যাতিতার কাছে ক্ষমা চাইতেও বলল বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।
জানা গেছে, লেক থানা এলাকার একটি ধর্ষণ মামলার অভিযোগকারিনীর বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। তাই এই দুই থানাতেই অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
আলিপুর আদালতে, ওই নির্যাতিতা একজনের কথাও বলেন। অভিযোগ তারপরেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় তাঁকে। এই অভিযোগের ভিত্তিতে বিচারক নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
নির্যাতিতার অভিযোগ, পুলিশ তাঁর বিরুদ্ধে নোটিস দিতে রাতে বাড়িতে হাজির হয়েছিল। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপ কলও করা হয়। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলার শুনানিতেই বিচারপতি জয়মাল্য বাগচী, তীব্র নিন্দা করেন ঘটনার। তারপরই দুই থানার ওসিকে জরিমানা করেন তিনি। সেইসঙ্গে লিখিত ক্ষমা চাওয়ার নির্দেশও দেন বিচারপতি।
আরও পড়ুন: মমতাকে চিঠি রেলমন্ত্রীর, বাংলা সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে, তবু জমি জটে আটকে ৬১টি প্রকল্প