শেষ আপডেট: 18th May 2024 08:32
দ্য ওয়াল ব্যুরো: ২৪ লক্ষ টাকার বিল বকেয়া রেখেই আদালতের নির্দেশে রোগীকে 'মুক্তি' দিতে বাধ্য হল বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল।
আদালতের নির্দেশে শুক্রবার রাতে পূর্ব যাদবপুর থানার পুলিশ হাসপাতাল থেকে রোগীকে বের করে নিয়ে আসে।
আদালত সূ্ত্রে জানা গেছে, শহরের তিনটি হাসপাতালে ঘুরেও সুস্থ হয়নি বাবা-ছেলে। দু'জনেই বিশেষ সংক্রমণে আক্রান্ত। এরপর গত ৩১ মার্চ বাইপাসের একটি হাসপাতালে তাঁদের ভর্তি করেন পরিজনেরা।
পরিবারের অভিযোগ, টানা প্রায় ৫০ দিন চিকিৎসার পরও সুস্থ হয়নি বাবা-ছেলে। এদিকে হাসপাতালের বিল প্রায় ২৪ লক্ষ টাকা। বিল যাতে আর না বাড়ে তাই পরিবারের তরফে হাসপাতালের কাছে রোগীকে 'রিলিজ' করে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। এও বলা হয়েছিল, ধীরে ধীরে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে।
বিল না মেটালে বাবা-ছেলেকে 'রিলিজ' দেওয়া হবে না বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। শুক্রবার ওই মামলাতেই পূর্ব যাদবপুর থানার পুলিশকে রোগীদের হাসপাতাল থেকে ‘বার’ করে আনার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।
বিচারপতিকে একথাও বলতে শোনা যায়, "রোগীর পরিজন তো বিল মেটাবে না বলেননি। তাঁরা কিছুটা সময় চেয়েছে। তাহলে কেন রোগীকে মুক্তি দেওয়া হবে না?"
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রের খবর, এ ব্যাপারে তাঁরা আইনি পদক্ষেপ করার বিষয়ে চিন্তাভাবনা করছেন। তা না হলে আগামী দিনে অন্য রোগীদের মধ্যেও এই ধরনের প্রবণতা বাড়়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।