শেষ আপডেট: 14th November 2024 14:22
দদ্য ওয়াল ব্যুরো: জমির মালিকের পরিবর্তে প্রোমোটারের স্বার্থরক্ষার অভিযোগে নিউটাউন থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ডেপুটি কমিশনার ব়্যাঙ্কের অফিসারকে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এদিন শুনানি চলাকালীন ক্ষুব্ধ বিচারপতিকে বিধাননগর পুলিশ কমিশনারের উদ্দেশে বলতে শোনা যায়, 'এমন আইসি-র এ ধরনের গুরুত্বপূর্ণ থানায় থাকার অধিকার নেই। হয় তাঁকে সরিয়ে দিতে বলুন না হলে হাইকোর্ট তাকে সরাবে।'
একই সঙ্গে জমির মালিককে নিরাপত্তা দেওয়ার জন্যও বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আদালত সূত্রে জানা গেছে, নিউ টাউন থানা এলাকার বিধাননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের তারুলিয়ার এক জমির মালিককে কাউন্সিলর ঘনিষ্ঠ প্রোমোটার সম্প্রতি ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এ ব্যাপারে জমির মালিক নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, প্রোমোটারের স্বার্থ রক্ষার্থে পুলিশ লঘু ধারায় মামলা রুজু করেছিল। এরপরই সুবিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই জমির মালিক।