শেষ আপডেট: 13th September 2023 12:25
দ্য ওয়াল ব্যুরো: আর্থিক সাহায্য পায়নি অ্যাসিড আক্রান্ত (Acid Attack) নাবালিকা! সেই অভিযোগে দায়ের হওয়া এক মামলায়, নির্যাতিতাকে সাড়ে সাত লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। এই নির্দেশ দেওয়ার সময় বিচারপতির মুখে শোনা যায়, বেগম রোকেয়া, শাখাওয়াত হোসেন, সরোজিনী নাইডুর কথাও!
উল্লেখ্য, ২০১৫ সালের মে মাসে পশ্চিম মেদিনীপুরের দাসপুরনিবাসী এক নাবালিকা ও তার ভাইয়ের ওপর অ্যাসিড হামলার ঘটনা ঘটে। অভিযোগ, রাজ্যের তরফে পর্যাপ্ত আর্থিক সাহায্য পায়নি তারা। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।
জানা গেছে, মামলা চলাকালীন আক্রান্ত ভাই আর্থিক সাহায্য পেলেও, নাবালিকা এখন পর্যাপ্ত আর্থিক সাহায্য পায়নি। এখনও পর্যন্ত মাত্র ৩ লাখ টাকা পেয়েছে সে। মামলাকারীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং NALSA বা National Legal Services Authority-র প্রকল্প অনুযায়ী অ্যাসিড হামলার ক্ষেত্রে সাত থেকে আট লাখ টাকা আর্থিক সাহায্য পেতে পারেন আক্রান্তরা। আর আক্রান্ত যদি নাবালিকা হয় তাহলে আরও ৫০ শতাংশ বেশি পাবে তারা।
এই মামলায় রায় দেওয়ার সময় বিচারপতির শেখর ববি শরাফ তাঁর পর্যবেক্ষণে বলেন, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শ্রী গোপাল কৃষ্ণ গোখেল একসময় বলেছিলেন, 'বাংলা আজকে যা ভাবে, ভারতবর্ষ তা ভাবে আগামীকাল…'। ১৯ শতকের গোড়ার দিকে এই বক্তব্য খুবই প্রাসঙ্গিক ছিল। কিন্তু আজকের বাংলা এই বক্তব্যের বিপরীত দিকে অবস্থান করছে।
এখানেই থেমে থাকেননি বিচারপতি। তিনি আরও বলেন, 'উন্নয়ন এবং সুশাসনের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য পিছিয়ে পড়ছে। যে রাজ্য একসময় বেগম রোকেয়া, শাখাওয়াত হোসেন, সরোজিনী নাইডুর প্রগতিশীল নারীবাদী বক্তৃতার জন্য সুপরিচিত ছিল, সেই রাজ্য আজকে তার নারীবাদী শিকড় ভুলে গেছে।'
বিচারপতি বলেন, 'রাজ্যের উচিত তার সমৃদ্ধ নারীবাদী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শ্রী গোপালকৃষ্ণ গোখেলের বক্তব্য যেন আজও প্রাসঙ্গিক হয়ে ওঠে তা সুনিশ্চিত করা।'
তারপরই তিনি নির্দেশ দেন, চার সপ্তাহের মধ্যে আক্রান্ত নাবালিকাকে ৭ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। রাজ্য চার সপ্তাহের মধ্যে এই টাকা রাজ্য আইনি সহায়তা কেন্দ্রের কাছে জমা করবে এবং তারপর এই টাকা পাবেন আক্রান্ত নাবালিকা। সেইসঙ্গে ৮ সপ্তাহের মধ্যে এব্যাপারে রাজ্যকে গাইডলাইন তৈরি করার নির্দেশ দেন বিচারপতি।
আরও পড়ুন: টেট ২০২৩: পরীক্ষার দিনক্ষণ জানালেন বোর্ড সভাপতি, ফর্ম ফিলআপ বৃহস্পতিবার থেকেই