শেষ আপডেট: 20th March 2024 16:19
দ্য ওয়াল ব্যুরো: মতুয়া সম্প্রদায়েরের অধিকার কার হতে থাকবে, এই নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু ঠাকুর। সেই মামলাতে রাজ্যের কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট।
সিএএ নিয়ে বিতর্কের মাঝেই মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব নিয়ে বিতর্ক আদালত অবধি গড়িয়েছে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। যার প্রেক্ষিতের কলকাতা হাইকোর্টের মামলা করেছেন বিজেপি সংসাদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
মামলাটি বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। এদিন আবেদনকারীর আইনজীবী জয়দীপ কর বলেন, "ঠাকুর নগর বারোলি মেলা ও মতুয়া সম্প্রদায়ের দায়িত্ব সহ ঠাকুরবাড়ির দায়িত্ব নিতে চায় শান্তনু ঠাকুর। কারণ মেলা থেকে যে টাকা আয় হয় তা ওই বাড়ির আর এক সদস্য মমতা বালা ঠাকুর দায়িত্বে রয়েছে। বহুদিন ধরে এই টাকা বন্ধন ব্যাঙ্কের একটা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে আত্মসাৎ করা হচ্ছে। মতুয়া সংঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যন্ত শেয়ার করা হয়েছে। তাই মেলা সহ ঠাকুরবাড়ির আর্থিক লেনদেনের হিসাবের দায়িত্ব নিতে চায় শান্তনু ঠাকুর।
একইসঙ্গে শান্তনু ঠাকুরের আইনজীবী সওয়াল করেন, ঠাকুর বাড়ির নিয়ম অনুযায়ী এই পরিবারের পুরুষ সদস্যরাই সব রকম দায়িত্ব পায়। মমতার স্বামী জীবিত অবস্থায় বড়ো ছেলে হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এখন তাঁর মৃত্যুর পর শান্তনু ঠাকুর সংগঠনের জীবিত পুরুষ সদস্য।
এই বক্তব্যের প্রেক্ষিতে শান্তনু ঠাকুর কোনো অভিযোগ দায়ের করেছে কিনা জানতে চান বিচারপতি। কিন্তু তাঁর আইনজীবী বলেন, অভিযোগ দায়ের হয়নি। তবে এই অভিযোগের মামলা অন্য কোর্টে বিচারাধীন। পুলিশ ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্ত করছে ।
অন্যদিকে, মামলার কাগজ পাননি, তাই আদালতকে একদিন সময় দেওয়ার আর্জি জানান মমতা বালা ঠাকুরেরে আইনজীবী। সঙ্গে তিনি বলেন, “সংঘের আয়কর রিপোর্টে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজ আছে। এতে বেআইনি কিছু নেই।” দুপক্ষের সওয়াল জবাব শেষে রাজ্যের কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট। আগামীকাল ফের মামলার শুনানি।