শেষ আপডেট: 8th September 2023 17:13
দ্য ওয়াল ব্যুরো: দাঁতের অপারেশন করাতে গিয়ে মৃত্যু হল এক শিশুর! এমন অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে মামলা করে মৃত শিশুর পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগও করা হয়। এই ঘটনায় স্বাস্থ্য দফতরকে (Heath Department) বিষয়টি খতিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত (Calcutta High Court)। সেইসঙ্গে মৃত্যুর কারণ খুঁজতে কোনও দ্বিতীয় বিশেষজ্ঞর মতামত নিতেও বলেন বিচারপতি।
জানা গেছে, ২০২২ সালের ১১ এপ্রিল টালিগঞ্জ থানা এলাকার এক শিশুর মৃত্যু হয়। দিন তিনেক আগেই ওই শিশুর জন্মদিন ছিল। হঠাৎই দাঁতের ব্যথা শুরু হয় তার। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ব্যথার কারণেই চিকিৎসক ছোট্ট অপারেশন করার কথা বলেন। অপারেশনের পর ওই শিশুকে জীবিত অবস্থায় বাড়িতে নিয়ে যেতে পারেননি তার বাবা-মা!
সামান্য এই অপারেশন করতে গিয়ে মেয়ের যে এভাবে মৃত্যু হবে তা স্বপ্নেও ভাবতে পারেনি ওই শিশুর পরিবার। অতীতে এমন ঘটনা ঘটেছে কিনা, অনেকেই মনে করতে পারছেন না। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে টালিগঞ্জ থানার দ্বারস্থ হন মৃত শিশুর বাবা-মা। চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।
অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ডেন্টাল ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে তদন্তও শুরু করে পুলিশ। কিন্তু টালিগঞ্জ থানার তরফে পরিবারকে জানানো হয়, তদন্তে যা উঠে এসেছে তাতে ঘটনায় এফআইআর দায়ের করার মত তথ্যপ্রমাণ মেলেনি। ফলে তদন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে।
কিন্তু ওই শিশুর পরিবারের অভিযোগ, তদন্ত সংক্রান্ত কোনও তথ্য পরিবারকে জানানো হয়নি। তা না করেই তদন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটি ওঠে। সেখানে রাজ্য স্বাস্থ্য কমিশনের আইনজীবী দাবি করেন, এক্ষেত্রে এফআইআর দায়েরর আগে পুলিশ বিশেষজ্ঞদের রিপোর্ট তলব করেছিল। কিন্তু সেই রিপোর্টে শিশুটির মৃতুর জন্য সরাসরি দাঁতের অপারেশনকে দায়ী করা হয়নি।
তারপরই বিচারপতি ছোট্ট শিশুর মৃত্যুর কারণ খুঁজতে বিশেষজ্ঞদের কাছ থেকে দ্বিতীয় মত নেওয়ার নির্দেশ দেন। আদালত বলেছে, স্বাস্থ্য দফতরের ডিরেক্টরকে দু’মাসের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।
আরও পড়ুন: অ্যাপটিটিউড টেস্টের ভিডিও অস্পষ্ট, মামলাকারীর সামনে ফের ফুটেজ দেখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়