অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লাহ নাইয়া, এই তিনজন জুনিয়র ডাক্তারদের পোস্টিং নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
ফাইল ছবি
শেষ আপডেট: 16 June 2025 07:30
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল হাসপাতালের (RG Kar) তিনজন ডাক্তারের পোস্টিং মামলায় রাজ্য সরকারের (State Govt) থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অনিকেত মাহাতোর পোস্টিং ইস্যুতে এই রিপোর্ট চাওয় হয়েছে। একই সঙ্গে বিচারপতির মৌখিক পরামর্শ, আগামী সোমবার পর্যন্ত যেন অনিকেতের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না করে রাজ্য।
অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লাহ নাইয়া, এই তিনজন জুনিয়র ডাক্তারদের পোস্টিং নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তাঁদের বক্তব্য, মেরিট লিস্ট অনুযায়ী পোস্টিং দেয়নি রাজ্য। যেহেতু তাঁরা আরজি ইস্যুতে প্রতিবাদের অন্যতম মুখ তাই 'ষড়যন্ত্র' করে তাঁদের অবৈধভাবে পোস্টিং দেওয়া হয়েছে। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেন তাঁরা। সোমবার সেই মামলাতেই রাজ্যকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে আদালত।
'তিন ডাক্তারের পোস্টিং নিয়ে সিদ্ধান্ত বা পদ্ধতির ন্যায্যতা প্রমাণ করবেন কীভাবে?' এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) এমনই প্রশ্ন করেছেন রাজ্য সরকারের উদ্দেশে। সেই সঙ্গে তাঁর এও প্রশ্ন, 'পোস্টিং কি মেধাভিত্তিক হয় নাকি যাকে যেখানে পছন্দ, সেখানে পাঠিয়ে দেওয়া হয়?' সরকারের থেকে এর জবাব চেয়েছেন উচ্চ আদালত।
এদিকে দেবাশিস এবং আসফাকুল্লার মামলাতেও রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে এবং মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে। হাইকোর্টে অনিকেত আর্জি জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় এবং মামলা চলাকালীন যেন তাঁকে আরজি করেই কাজ করতে দেওয়া হয়। আপাতত সেই আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট।