Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Calcutta High Court

'পোস্টিং কি মেধাভিত্তিক হয়, নাকি...' অনিকেতদের মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট

অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লাহ নাইয়া, এই তিনজন জুনিয়র ডাক্তারদের পোস্টিং নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

'পোস্টিং কি মেধাভিত্তিক হয়, নাকি...' অনিকেতদের মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 16 June 2025 07:30

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল হাসপাতালের (RG Kar) তিনজন ডাক্তারের পোস্টিং মামলায় রাজ্য সরকারের (State Govt) থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অনিকেত মাহাতোর পোস্টিং ইস্যুতে এই রিপোর্ট চাওয় হয়েছে। একই সঙ্গে বিচারপতির মৌখিক পরামর্শ, আগামী সোমবার পর্যন্ত যেন অনিকেতের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না করে রাজ্য।

অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লাহ নাইয়া, এই তিনজন জুনিয়র ডাক্তারদের পোস্টিং নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তাঁদের বক্তব্য, মেরিট লিস্ট অনুযায়ী পোস্টিং দেয়নি রাজ্য। যেহেতু তাঁরা আরজি ইস্যুতে প্রতিবাদের অন্যতম মুখ তাই 'ষড়যন্ত্র' করে তাঁদের অবৈধভাবে পোস্টিং দেওয়া হয়েছে। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেন তাঁরা। সোমবার সেই মামলাতেই রাজ্যকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে আদালত।

'তিন ডাক্তারের পোস্টিং নিয়ে সিদ্ধান্ত বা পদ্ধতির ন্যায্যতা প্রমাণ করবেন কীভাবে?' এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) এমনই প্রশ্ন করেছেন রাজ্য সরকারের উদ্দেশে। সেই সঙ্গে তাঁর এও প্রশ্ন, 'পোস্টিং কি মেধাভিত্তিক হয় নাকি যাকে যেখানে পছন্দ, সেখানে পাঠিয়ে দেওয়া হয়?' সরকারের থেকে এর জবাব চেয়েছেন উচ্চ আদালত।

এদিকে দেবাশিস এবং আসফাকুল্লার মামলাতেও রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে এবং মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে। হাইকোর্টে অনিকেত আর্জি জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় এবং মামলা চলাকালীন যেন তাঁকে আরজি করেই কাজ করতে দেওয়া হয়। আপাতত সেই আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। 


ভিডিও স্টোরি