শেষ আপডেট: 2nd August 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জট কাটলো বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের। বিএড পরীক্ষায় ৬০ জন পরীক্ষার্থীকে বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পরীক্ষা নেওয়ার জন্য এক মাসের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিএডের প্রথম সেমিস্টার ২৩ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে হয়ে গেছে। কিন্তু চলতি শিক্ষাবর্ষের বিএড পরীক্ষায় অংশ নিতে পারেননি বহু প্রার্থী। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিএড পরীক্ষার্থীদের একাংশ।
আদালত সূত্রের খবর, একাধিক প্রার্থী প্রয়োজনীয় ক্লাস করেননি, এমন অভিযোগে তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেয় বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ওই পরীক্ষার্থীদের দাবি, এক্ষেত্রে তাদের কোনও গাফিলতি ছিল না। কলেজগুলির গড়িমসির জন্যই এমনটা হয়েছে।
গত ৩০ জুলাই মামলাটির আগের শুনানিতে অভিযুক্ত কলেজগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে জানতে চেয়েছিল হাইকোর্ট।
একইসঙ্গে যে সব পরীক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে পারলেন না, তাঁদের জন্য কী ব্যবস্থা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাও জানানোর নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।
শুক্রবার ফের মামলাটি শুনানির জন্য ওঠে। এদিন বাদী-বিবাদী পক্ষের সওয়াল জবাবের পর ৬০ জন বিএড পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার অনুমতি দেয় উচ্চ আদালত।