শেষ আপডেট: 11th March 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের (Mathurapur Health Clinic) উন্নয়নে আরও সক্রিয় হতে হবে রাজ্যকে। এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। হাসপাতাল নিয়ে রাজ্যের আগের রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। সেই প্রেক্ষিতে রাজ্যকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ওই হাসপাতালের ১১ কিলোমিটার দূরে আরও একটি হাসপাতাল আছে। কিন্তু যাতায়াতের সুবন্দোবস্ত না থাকায় মানুষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর হতে বাধ্য। তাই প্রিন্সিপাল সেক্রেটারি ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ারকে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ওই হাসপাতালে দশ শয্যা বাড়াতে আনুমানিক খরচ ও কত সময় লাগতে পারে সেইসব তথ্য একটি রিপোর্ট আকারে দিতে। একই সঙ্গে হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলার শুনানিতে মঙ্গলবার রাজ্যের এজি কিশোর দত্ত বলেন, মাত্র ১১ কিমি দূরে আরেকটি ১০০ শয্যার হাসপাতাল আছে। এছাড়া আরও ১০টি শয্যা, অতিরিক্ত আরেকটি বিল্ডিং ওপিডি, পানীয় জল ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে হাসপাতালে। কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আদালত এই রিপোর্টে সন্তুষ্ট নয়। পরিষ্কার বলে দেওয়া হয়, প্রাইমারি হেলথ সেন্টারে অ্যাম্বুলেন্স ও নার্সিং কেয়ার থাকতে হবে।
এদিকে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম অভিযোগ করেছেন, স্থানীয় রাজনৈতিক কর্মীরা মামলাকারীকে হুমকি দিচ্ছে। চাপ দেওয়া হচ্ছে তার জমি পিএইচইকে তুলে দিতে।