শেষ আপডেট: 15th April 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য চাইলে পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে, নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
চলতি বছরে শিবপুর কাজীপাড়ার কাছে নরসিংহ মন্দির থেকে জি টি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত শোভাযাত্রা আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু লোকসভা নির্বাচনের আগে রাম নবমীর শোভাযাত্রা নিয়ে কড়াকড়ি হাওড়া পুলিশের। গত দু'বছর রামনবমীর শোভাযাত্রা উপলক্ষ্যে ব্যাপক গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে এবারে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জিটি রোড দিয়ে রাম নবমীর শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি। আর এই নিয়েই হাইকোর্টে দায়ের হয় মামলা।
সোমবার সংশ্লিষ্ট মামলাটির শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন,"প্রত্যেক মানুষের নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অনুষ্ঠান করার কিংবা তাতে যোগ দেওয়ার অধিকার রয়েছে। তাদের সেই কাজে বাধা দেওয়া যায় না। মাত্র ২০০ লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই।" একইসঙ্গে তিনি নির্দেশ দেন, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দিতে হবে।
২০২২ সালের পর ২০২৩ সালেও রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে শিবপুর এবং হাওড়া থানা এলাকায় ব্যাপক সংঘর্ষ এবং গন্ডগোলের ঘটনা ঘটে। গতবার সংঘর্ষের ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়। পরে রাজ্য পুলিশের তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ-র হাতে যায়। এই প্রেক্ষিতে আদালতের বক্তব্য, রাজ্যের দাবি অনুযায়ী গত বছর এই শোভাযাত্রায় ১০ থেকে ১২ হাজার লোক ছিল। কিন্তু এবার ২০০ লোক নিয়ে শোভা যাত্রার আয়োজন করা হয়েছে। তাই আর রুট বদল বা লোক কমানোর মতো শর্ত দিতে নারাজ হাইকোর্ট।
মামলায় এদিন রাজ্য সরকারের আইনজীবী বলেন, রাজ্যে শুধু হাওড়ায় ১৭ টি শোভাযাত্রার অনুমতি দিয়েছে। এবছর আমাদের এত পুলিশ নেই। তাই এই মিছিল বন্ধ করার আবেদন জানানো হয়েছে। এরপরই বিচারপতি সেনগুপ্ত নির্দেশ দেন, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে রাম নবমীর শোভা যাত্রার ব্যবস্থা করবে রাজ্য। ২০০ লোক নিয়েই যাতে শোভা যাত্রা করা যায়, তার জন্য বিশ্ব হিন্দু পরিষদকে আগাম ঘোষণা করতে হবে। প্রয়োজনে লিফলেট বিলি করে এই কথা জানাতে হবে।