শেষ আপডেট: 26th November 2024 19:41
দ্য ওয়াল ব্যুরো: থ্রেট কালচারের অভিযোগে কল্যাণী মেডিক্যাল কলেজের ৪১ জন জন ছাত্রকে সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ। মঙ্গলবার কর্তৃপক্ষের সেই নির্দেশে অন্তরবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি ছিল। পড়ুয়াদের পক্ষে আদালতে ভার্চুয়াল শুনানিতে সওয়াল করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরজি কর হাসপাতালের ঘটনার পরই ‘থ্রেট কালচার’ নিয়ে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। যে ৫ দফা দাবি নিয়ে তাঁরা আন্দোলন শুরু করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল ‘থ্রেট সিন্ডিকেট’ বন্ধ করা। সেই সংক্রান্ত পদক্ষেপও সরকারের তরফে নেওয়া হয়েছে।
আরজি করের আবহে গত ১৯ সেপ্টেম্বর থ্রেট কালচার চালানোয় অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ করে কল্যাণী কলেজ অফ মেডিসিন জেএনএম হাসপাতাল। ৪১ জন ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজে ঢোকার পাশাপাশি তাঁদের ক্লাস করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
সওয়াল জবাব শেষে বিচারপতি সাসপেনশনের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। পরবর্তী শুনানি আগামী বছরের ৮ জানুয়ারি। আদালতের নির্দেশে ফলে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ৪১ জন পড়ুয়া স্বাভাবিকভাবেই কলেজে লেখাপড়া করতে পারবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আগামী ছ’মাস তাঁরা পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনও কারণে কলেজ, হস্টেল বা হাসপাতালে ঢুকতে পারবেন না। কিন্তু এদিনের নির্দেশের পর আর কোনও বাধা রইল না।